বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > কলকাতা পুলিশের পরীক্ষা দিতে পারলেন না টুম্পা, কেন এমন ঘটল ছাত্রীর সঙ্গে?

কলকাতা পুলিশের পরীক্ষা দিতে পারলেন না টুম্পা, কেন এমন ঘটল ছাত্রীর সঙ্গে?

পরীক্ষায় বসতে পারলেন না পরীক্ষার্থী।‌

অ্য়াডমিট কার্ডে এমন ভুলের জন্য পরীক্ষায় বসতে পারলেন না তিনি। রবিবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানা এলাকার পঞ্চগ্রাম আইএসএ হাইস্কুলে সিট পড়েছিল তাঁর। খড়গ্রামের ঝিল্লি অঞ্চল থেকে সামশেরগঞ্জে পরীক্ষা দিতে এসেছিলেন তিনি। প্রত্যন্ত গ্রাম থেকে দীর্ঘ পথ পেরিয়েও দিতে পারলেন না পরীক্ষা।

পরীক্ষা দিতে এসেও পরীক্ষা দিতে পারলেন না পরীক্ষার্থী। কলকাতা পুলিশের পরীক্ষা দিতে এসেছিলেন ওই ছাত্রী। কিন্তু আজ, রবিবার কলকাতা পুলিশের কনস্টেবল পরীক্ষায় বসতে পারলেন না পরীক্ষার্থী।‌ আর এই ঘটনা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। কারণ পরীক্ষায় বসতে না পেরে কান্নায় ভেঙে পড়লেন সামশেরগঞ্জের পরীক্ষার্থী। সামান্য ভুলের এমনই খেসারত দিতে হল ছাত্রীকে। যদিও সরাসরি ভুলটি ছাত্রীর নয়। ভুলটি আসলে প্রশাসনের।

বিষয়টি ঠিক কী ঘটেছে?‌ অ্যাডমিট কার্ডে বদলে গিয়েছে ছাত্রীটির লিঙ্গ। ফিমেলের জায়গায় মেল লেখা রয়েছে। এটা প্রশাসনিক ভুল। আর ছাত্রীর ভুল বলতে তিনি সেই লেখাটি খেয়াল করেননি অ্যাডমিট কার্ডে। অ্যাডমিট কার্ডে এই সামান্য ভুলের জন্যই রবিবার কলকাতা পুলিশের কনস্টেবলের পরীক্ষায় বসতে পারলেন না পরীক্ষার্থী। এমন খেসারতই দিতে হল তাঁদের। টুম্পা মার্জিত নামে ওই পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডে স্ত্রী লিঙ্গের জায়গায় পুরুষ করা রয়েছে। বাকি সমস্ত বিষয় ঠিক থাকলেও লিঙ্গে ভুল ছিল। যেটা একজন পরীক্ষার্থীর পক্ষে করা সম্ভব নয়। তাই চোখের জল ফেলে পরীক্ষাকেন্দ্র ছাড়লেন ছাত্রী।

আর কী জানা যাচ্ছে?‌ ওই অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে গেলে বাধা দেন গার্ডরা। তখন তিনি দেখেন অ্যাডমিট কার্ডে ফিমেলের জায়গায় লেখা রয়েছে মেল। আর তাতেই কান্নায় ভেঙে পড়েন পরীক্ষার্থী। কলকাতা পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা ছিল। পরীক্ষা দিতে মুর্শিদাবাদে এসেছিলেন টুম্পা মার্জিত। কিন্তু পরীক্ষা দিতে গিয়ে বাঁধল বিপত্তি। অ্য়াডমিট কার্ডে এমন ভুলের জন্য পরীক্ষায় বসতে পারলেন না তিনি। রবিবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানা এলাকার পঞ্চগ্রাম আইএসএ হাইস্কুলে সিট পড়েছিল তাঁর। খড়গ্রামের ঝিল্লি অঞ্চল থেকে সামশেরগঞ্জে পরীক্ষা দিতে এসেছিলেন তিনি। প্রত্যন্ত গ্রাম থেকে দীর্ঘ পথ পেরিয়েও শেষ পর্যন্ত দিতে পারলেন না পরীক্ষা।

তারপর ঠিক কী ঘটল?‌ এই সমস্যার কথা স্কুলের ভেনু ইনচার্জ থেকে শুরু করে প্রশাসনিক কর্তাদের জানান ছাত্রী। কিন্তু লাভ হল না ছাত্রী টুম্পার। পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারলেন না তিনি। এই অ্য়াডমিট কার্ড নিয়ে পরীক্ষায় বসা যাবে না বলে তাঁকে জানিয়ে দেওয়া হয়। তখন অঝোরে কাঁদতে থাকেন ওই পরীক্ষার্থী। এই ঘটনা নিয়ে টুম্পা মার্জিত সংবাদমাধ্যমে বলেন, ‘‌ওরাই অ্যাডমিট কার্ডে ফিমেলের জায়গায় মেল করেছে। এখন আমাকে ঢুকতে দিল না পরীক্ষা দিতে। আমি তো সাইবার ক্যাফে থেকে ফর্ম ফিলাপ করেছিলাম। ই–মেল এসেছিল, আমি খেয়াল করিনি। এখন আমি পরীক্ষাটা শুধু দিতে চেয়েছিলাম।’‌

বাংলার মুখ খবর

Latest News

হারিয়ে যাওয়া যমজ বোনের গল্প নিয়ে জলসায় তিতিক্ষা-নন্দিনী, দুই শালিকের নায়ক কে? মাত্র ১৫ ম্যাচ ODI খেলা ক্রিকেটারকেই অধিনায়ক করল ECB…অজি সিরিজের দায়িত্বে ব্রুক! ‘পিরিয়ডস হলেই অশুচি! ঠাকুরঘরে ঢোকা ছিল নিষেধ, এটা নিয়ে বাড়িতে কথাও বলা যেত না’ কিছু ক্ষেত্রে UPIতে লেনদেনের সর্বোচ্চ সীমা বেড়ে ৫ লাখ, সোমবার থেকে নয়া নিয়ম আগামিকাল ভাদ্র সংক্রান্তিতে ঘরে ঘরে পূজিত হবে মা মনসা, জেনে নিন এই পুজোর মহত্ব শিশুর মায়ের পোশাক খুলে নেওয়ার চেষ্টা সরকারি হাসপাতালে, গ্রেফতার ওয়ার্ড বয় কলকাতা লিগের সুপার সিক্সে ধাক্কা মহমেডানের!ক্যালকাটা কাস্টমসের কাছে ২-১ গোলে হার ‘গানটার শ্লীলতাহানি করে ছাড়ল’,বেসুরো গান গেয়ে নেটপাড়ায় ট্রোলড তৃণমূলের রচনা ‘দাদু’, ‘বাপ্পাদা’, ‘সাহেব’ এরা কারা?‌ অডিয়ো ক্লিপের সূত্র ধরে তদন্তে নামল পুলিশ মুর্শিদাবাদে থাকাকালীন রাতভর… সন্দীপের বিরুদ্ধে বিস্ফোরক এক রূপান্তরকামী- Report

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.