ফেন্সিডিল পাচারকে কেন্দ্র করে ফের শিরোনামে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানা এলাকা। গত মাসেই সেখানে একের পর এক বাঙ্কার আবিষ্কার করেছিল BSF. যেখান থেকে পাওয়া গিয়েছিল প্রায় ১ কোটি ৪০ লক্ষ টাকা দামের ফেন্সিডিল। এবার সেখানেই আক্রান্ত হল BSF. ফেন্সিডিল মজুত রাখার খবর পেয়ে পৌঁছে পাচারকারীদের হাতে আক্রান্ত হলেন বিএসএফও। বিএসএফ জওয়ানদের আক্রমণের পাশাপাশি তাদের গাড়ি ভাঙচুরেরও অভিযোগ উঠেছে পাচারকারীদের বিরুদ্ধে। এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
জানা গিয়েছে, কৃষ্ণগঞ্জ থানা এলাকার মথুরাপুরে একটি পাম্প হাউজে ফেন্সিডিল মজুত রয়েছে বলে খবর পেয়ে সেখানে পৌঁছন বিএসএফ জওয়ানরা। অভিযোগ, সেখানে বিএসএফ জওয়ানদের ঘিরে ধরে পাচারকারীরা। জওয়ানদের মারধর করা হয় বলে অভিযোগ। এমনকী বিএসএফ জওয়ানদের গাড়িটিকেও ভাঙচুর করা হয় বলে জানা গিয়েছে। এই ঘটনায় কৃষ্ণগঞ্জ থনায় হামলারাকীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বিএসএফ। তবে সোমবার দুপুর পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
বলে রাখি, এই কৃষ্ণগঞ্জ থানা এলাকার মাজদিয়াতেই গত মাসে মাটির নীচে ৫টি বাঙ্কার উদ্ধার করেছিল বিএসএফ। সেগুলিতে মজুত করা ছিল কোটি কোটি টাকার কাশির ওষুধ। বাংলাদেশে পাচারের উদ্দেশে কাশির ওষুধের বোতলগুলি সেখানে রাখা ছিল বলে জানা গিয়েছে। প্রায় ১ কোটি ৪০ লক্ষ টাকা মূল্যের কাশির ওষুধ উদ্ধার করেছিল বিএসএফ। তার পর ফের সীমান্তে ধরা পড়ল ফেন্সিডিল। আর সেই ফেন্সিডিল উদ্ধারে গিয়ে হামলার মুখে পড়লেন বিএসএফ জওয়ানরা।