দোলের পর দিন সকালে কৃষ্ণনগরে নদীর ঘাটে পাওয়া গেল তরুণীর দেহ। এদিন সকালে জলঙ্গী নদীর মা সারদা ঘাটে দেহটি প্রথম দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ এসে দেহ উদ্ধার করে। তবে এলাকাবাসীর দাবি, নিহত তরুণী স্থানীয় বাসিন্দা নন।
স্থানীয়রা জানিয়েছেন, বুধবার ভোরে মা সারদা ঘাটে স্নান করতে গিয়ে তাঁরা দেখেন, এক তরুণীর দেহ ভাসছে। সঙ্গে সঙ্গে স্থানীয় কাউন্সিলরকে বিষয়টি জানান তিনি। কাউন্সিলর থানায় খবর দেন। পুলিশকর্মীরা এসে দেহ উদ্ধার করে শক্তিনগর হাসপাতালে পাঠায়। সাত সকালে শহরের ব্যস্ত এলাকায় নদীতে দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।
স্থানীয় এক বাসিন্দা বলেন, আমরা স্নান করতে নেমে দেখি একটি দেহ ভাসছে। তার পর বিষয়টি কাউন্সিলরকে জানাই। পুলিশ এসে দেহ উদ্ধার করে। তবে মৃত তরুণী এলাকার বাসিন্দা নন।
স্থানীয় কাউন্সিলর বলেন, পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
থানার তরফে জানানো হয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছেন আধিকারিকরা। সঙ্গে তরুণীর নাম – পরিচয় জানার চেষ্টা চলছে।