উল্লেখ্য, কৃষ্ণনগরের ঘটনায় পুলিশ গণধর্ষণ এবং খুনের মামলা রুজু করে তদন্তে নেমেছে। মৃতার মায়ের অভিযোগের ভিত্তিতে সেই অভিযোগ দায়ের হয়েছিল। তবে তদন্ত এগোতেই প্রশ্ন উঠেছে, সেই তরুণীকে কি আদৌ খুন করা হয়েছিল নাকি তিনি আত্মহত্যা করেছিলেন? হোয়াটসঅ্যাপ, ফেসবুকের পোস্ট এবং মাকে পাঠানোর তরুণীর বার্তার জেরেই সেই ধন্দ তৈরি হয়েছে। সেই সব পোস্টে লেখা হয়েছিল, 'আমার মৃত্যুর জন্যে কেউ দায়ী নয়'। যদিও মৃতার মায়ের অভিযোগ, জোর করে মেয়েকে দিয়ে তা লেখানো এবং বলানো হয়েছিল। এদিকে মাকে পাঠানো সেই অডিয়ো বার্তায় মহিলাকণ্ঠ সেই তরুণীর কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। (আরও পড়ুন: কৃষ্ণনগরের ঘটনায় আদৌ ধর্ষণ করা হয়েছিল তরুণীকে? সামনে হাড়হিম করা তথ্য)
আরও পড়ুন: ২ জুনিয়র ডাক্তারকে ৩০ বার ফোন করেছিলেন সন্দীপ, আরজি কর কাণ্ডের তদন্তে নয়া মোড়
আরও পড়ুন: ২৩ তারিখ সাগরে তৈরি হবে ঘূর্ণিঝড়, বাংলা উপকূলে কবে আছড়ে পড়বে 'দানা'?
এই আবহে এবার সামনে এসেছে সেই রাতের সিসিটিভি ক্যামেরার ফুটেজের তথ্য। নিউজ ১৮-এর রিপোর্টে দাবি করা হচ্ছে, সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রাত দশটা চল্লিশ নাগাদ কৃষ্ণনগরের প্রশাসনিক ভবনের দিক থেকে একাই হেঁটে ঘটনার স্থলের দিকে যাচ্ছে ওই ছাত্রী। (আরও পড়ুন: কোথা থেকে এল কেরোসিন, কে আনল সেটা? কৃষ্ণনগরের ঘটনায় আরও ঘনীভূত রহস্য)
আরও পডু়ন: আরজি কর কাণ্ডে সন্দীপ-অভিজিতের 'কীর্তি' ফাঁস, CBI-এর হাতে 'মুছে ফেলা' প্রমাণ
আরও পড়ুন: বিদ্রোহী দলীয় সাংসদ, উপনির্বাচনের মুখে উত্তরবঙ্গে অস্বস্তিতে বিজেপি?
ময়নাতদন্তে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, খুব সম্ভবত, রাত ১২টার পরে মৃত্যু হয়েছে সেই তরুণীর। এদিকে ধৃত যুবক রাত ১০টা নাগাদ ঘটনাস্থলের খুব কাছে এক মাঠে আড্ডা দিতে গিয়েছিলেন। যদিও তিনি রাত ১১টা নাগাদ বাড়ি ফিরে এসেছিলেন। এই আবহে রাত ১২টায় জীবন্ত অবস্থায় তরুণীর গায়ে আগুন লাগানোর ঘটনায় কে জড়িত থাকতে পারে? এই প্রশ্নের জবাবই এখন খুঁজে চলেছে পুলিশ। এদিকে ধৃত যুবক জানিয়েছেন, কয়েক মাস আগে মৃত তরুণীরই স্কুলের এক প্রাক্তন ছাত্রীর সঙ্গে আলাপ হয়েছিল তাঁর। ১৫ অক্টোবর সেই তরুণীর সঙ্গে রানাঘাটে সিনেমা দেখতে গিয়েছিলেন ধৃত যুবক। এই নিয়েই সেই রাতে মৃতার সঙ্গে ঝামেলা হয়েছিল যুবকের। এই আবহে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, রিপোর্টে দাবি করা হয়েছিল, কৃষ্ণনগর কাণ্ডে মৃত তরুণী দ্বাদশ শ্রেণির পড়ুয়া। দিদিমা ও মাসির কাছে থাকতেন তিনি। সেই তরুণী নাকি মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। পরে খোঁজখবর করেও ওই তরুণীর সন্ধান মেলেনি। আর আজ সকালে উদ্ধার সেই তাঁর মৃতদেহ। পরিবারের দাবি, পাশের পাড়ায় এক তরুণের সঙ্গে প্রেম করত তাদের মেয়ে। মাঝেমধ্যে ওই তরুণের বাড়ি থেকেও যেত।