বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > কুলতলিতে বিশেষ ভাবে সক্ষম নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার দোকানি

কুলতলিতে বিশেষ ভাবে সক্ষম নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার দোকানি

প্রতীকি ছবি

শনিবার রাতে কুলতলি থানার দ্বারস্থ হয় নাবালিকার পরিবার। লিখিত অভিযোগ দায়ের করে তারা। সেই অভিযোগের ভিত্তিতে তাপস সাঁপুই নামে ওই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে ডাক্তার দেখাতে গিয়ে ধর্ষণের শিকার বিশেষ ভাবে সক্ষম এক নাবালিকা। ঘটনায় অভিযুক্ত তাপস সাঁপুইকে গ্রেফতার করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে নাবালিকার এক প্রতিবেশীর ভূমিকাও।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা নাবালিকার মা - বাবা আগেই প্রয়াত হয়েছেন। তিনি থাকতেন জ্যেঠুর কাছে। গত ২৫ ডিসেম্বর তাঁকে ডাক্তার দেখাতে স্থানীয় একটি ডাক্তারখানায় নিয়ে যান প্রতিবেশী এক মহিলা। তখন বিশেষ ভাবে সক্ষম ওই নাবালিকার সঙ্গে আলাপচারিতা শুরু করে ডাক্তারখানার ঠিক পাশের দোকানের মালিক। এর পর তাঁকে ডেকে দোকানের ভিতরে নিয়ে যায়। সেখানে নাবালিকাকে একাধিকবার ধর্ষণ করে সে। যদিও ভয়ে তখন কাউকে কিছু বলেননি নাবালিকা।

শনিবার রাতে কুলতলি থানার দ্বারস্থ হয় নাবালিকার পরিবার। লিখিত অভিযোগ দায়ের করে তারা। সেই অভিযোগের ভিত্তিতে তাপস সাঁপুই নামে ওই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

কাকদ্বীপের এসডিপিও অতীশ বিশ্বাস জানিয়েছেন, এক বিশেষ ভাবে সক্ষম নাবালিকা ধর্ষণের শিকার হয়েছেন বলে আমাদের কাছে অভিযোগ করেছেন। আমরা অভিযোগ পেয়েই তৎপর হয়েছি। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় প্রতিবেশী মহিলার ভূমিকাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন