মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে ২ নাবালককে ধাক্কা মারার অভিযোগ উঠল হোমগার্ডের বিরুদ্ধে। সোমবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার কুলতলির কালীতলা এলাকায়। আহত বুবুন মাইতি (৭) ও সুপর্ণা নাইয়া (১৪) সম্পর্কে মামাতো - পিসতুতো ভাই বোন। অভিযুক্ত হোমগার্ড প্রশান্ত দেকে গ্রেফতার করেছে পুলিশ। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার সকালে রাস্তা পার করছি ২ ভাই বোন। তখন কইখালি থেকে কলকাতাগামী পুলিশ স্টিকার লাগানো একটি গাড়ি তাদের ধাক্কা মারে। ছিটকে পড়ে ২ শিশু। এর মধ্যে গাড়িটিকে ঘিরে ফেলেন স্থানীয়রা। গাড়ির চালক প্রশান্ত দে নিজেকে কুলতলি থানার পুলিশকর্মী বলে পরিচয় দেন। গাড়িতে ছিলেন আরও এক ব্যক্তি। পরে জানা যায় অভিযুক্ত পার্ক সার্কাস ট্র্যাফিক গার্ডের হোমগার্ড। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কুলতলি থানার পুলিশ। অভিযুক্তকে গ্রেফতার করে তারা। ঘাতক গাড়িটিকে থানায় টেনে নিয়ে যাওয়া হয়েছে।
আহত এক শিশুর আত্মীয় জানিয়েছেন, দিদি আর ভাই খাবার কিনে রাস্তা পার করছিল। তখন পুলিশ স্টিকার লাগানো একটি বেপরোয়া গাড়ি তাদের ধাক্কা মারে। চালক মত্ত অবস্থায় ছিলেন।