দক্ষিণ ২৪ পরগনা কুলতলি ব্লকে ঢুকে পড়েছে বাঘ। এই আবহে কুলতলির গ্রামে বাঘের আতঙ্কে ঘুম উড়েছে সাধারণ মানুষের। রিপোর্ট অনুযায়ী, কুলতলির মৈপীঠের বৈকুন্ঠপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীকান্ত পল্লি ও কিশোরীমোহনপুর এলাকায় জঙ্গল লাগোয়া গ্রামের আশেপাশে বাঘ ঘুরঘুর করছিল। এই বাঘ মাকড়ি নদী পেরিয়েছে কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। আর এবার বন দফতরের তরফ থেকে জানিয়ে দেওয়া হল, নদী পার করে বাঘটি জঙ্গলে ফিরে গিয়েছে। এর আগে জলপথেই রয়্যাল বেঙ্গল টাইগারের খোঁজ শুরু করেছিল বন দফতর। তবে গতকাল পর্যন্ত বাঘের নাগাল পাওয়া যায়নি। তবে বনকর্মীরা সেই এলাকায় বাঘের উপস্থিতি টের পেয়েছিলেন। কখনও তাঁরা বাঘের পায়ের ছাপ দেখেছেন, তো কখনও শুনেছেন বাঘের গর্জন। তবে এবার বাঘটি আজমলমারি-১১ গভীর জঙ্গলে ফিরে গিয়েছে বলে জানিয়েছে বন দফর। (আরও পড়ুন: আবারও তাপমাত্রা পতনের পূর্বাভাস পশ্চিমবঙ্গে, কলকাতায় কি জাঁকিয়ে শীত পড়বে?)
আরও পড়ুন: রানাঘাটে ভারতের ৫ কিমি জমি কি সত্যি বাংলাদেশের দখলে? বিতর্কের মাঝে মুখ খুলল BSF
জানা গিয়েছে, মঙ্গলবার কুলতলির সেই বাঘ কিছুটা অবস্থান বদলে উত্তর-পূর্বে সরে যায়। উত্তর জগদ্দল লাগোয়া নদীর ধারে পায়ের ছাপ দেখা গিয়েছে। এহেন পরিস্থিতিতে বাঘটিকে ধরতে ১ কিলোমিটার এলাকা জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছিল। খাঁচাও ব্যবস্থা করা হয়েছিল সেখানে। তাতে মাংসের টোপ দেওযা হয়েছিল। তবে বাঘ তাতে আগ্রহ দেখায়নি। এই আবহে এখনও ধরা পড়েনি সেই বাঘ। এর মাঝে সেই বাঘটিকে এলাকা থেকে তাড়ানোর চেষ্টাও হয়েছিল বাজি ফাটিয়ে। তবে তাতেও কাজ দেয়নি। (আরও পড়ুন: সঞ্জয়কে বাঁচাতে ‘খেলা...’? আরজি কর কাণ্ডে এবার বিস্ফোরক তৃণমূল নেতা)
আরও পড়ুন: পাসপোর্ট বাতিল বাংলাদেশের, আর ভারত নাকি বাড়িয়েছে হাসিনার ভিসার মেয়াদ: রিপোর্ট
এর আগে এই বাঘ নিয়ে দক্ষিণ ২৪ পরগনার বিভাগীয় বনাধিকারিক নিশা গোস্বামী জানিয়েছিলেন, ৬ জানুয়ারি সকালেই তাঁরা জানতে পারেন যে জঙ্গল ছেড়ে গ্রামে ঢুকেছে বাঘ। এরপরই স্থানীয়দের সাহায্য নিয়ে বন দফতরের কর্মীরা সেই এলাকা জাল দিয়ে ঘিরে ফেলে। এই আবহে বন দফতরের কর্মীরা এলাকার ওপর কড়া নজরদারি চালাচ্ছেন। রায়দিঘির রেঞ্জ অফিসার বিষয়টি নিজে দেখছেন। এদিকে বন দফতর বাঘ ধরার জন্য খাঁচা পাতার কাজ করেছে। মাতলা নদী সংযোগরক্ষাকারী ওরিয়ন খাঁড়ি পেরিয়ে বাঘটি কিশোরীমোহনপুরে এসে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছিল। (আরও পড়ুন: 'একটু জ্বর হলেই...', হিউম্যান মেটানিউমোভাইরাস শঙ্কার মাঝে এবার বিস্ফোরক মমতা)
আরও পড়ুন: ১৪ বছর আগে কাঁটাতারে ঝুলে মৃত্যু বাংলাদেশি নাবালিকার, মা বললেন - 'ভারতকে যেন…'
এদিকে রিপোর্ট অনুযয়ী, এই বাঘ ধরতে গিয়ে পালটা তাড়া খেতে হয়েছিল এক বনকর্মীকে। জানা গিয়েছে, জাল দিয়ে এলাকা ঘেরার চেষ্টার সময় বাঘের সামনে পড়ে গিয়েছিলেন এক বনকর্মী। তা দেখে সেখান থেকে পালিয়ে যান বনকর্মী। তার দাবি, বাঘটি ঝোপের মধ্যে লুকিয়ে ছিল। বনকর্মীদের প্রাথমিক অনুমান, ক্ষুধার্ত থাকার কারণে বাঘটি লোকালয়ে চলে এসেছে। যদিও গ্রামবাসীরা জানাচ্ছেন, মৃত একটি গবাদি পশুকে নদীর পাড়ে ফেলা হয়েছিল। সম্ভবত সেই টানেই সেটি গ্রামে ঢুকে পড়েছে।