বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > কুলটিতে নার্সিংহোমের বিরুদ্ধে স্বাস্থ্যসাথী কার্ডধারী গুরুতর রোগী ফেরানোর অভিযোগ

কুলটিতে নার্সিংহোমের বিরুদ্ধে স্বাস্থ্যসাথী কার্ডধারী গুরুতর রোগী ফেরানোর অভিযোগ

অভিযোগ এই হাসপাতালের বিরুদ্ধে। 

খবর পেয়ে সেখানে যায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাঁদের কাছে ক্ষোভ উগরে দেন আরও কয়েকজন রোগীর আত্মীয়। তাঁদেরও অভিযোগ, হাসপাতালটিতে স্বাস্থ্যসাথী কার্ড গ্রহণ করা হয় না।

স্বাস্থ্যসাথী কার্ডে ভর্তি হতে চাওয়ায় দুর্ঘটনায় আহত যুবককে ফেলে রাখার অভিযোগ বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। পরে টাকা জোগাড় করে ওই হাসপাতালেই ভর্তি করেন যুবকের পরিজনরা। এই নিয়ে শনিবার উত্তেজনা ছড়ায় পশ্চিম বর্ধমানের কুলটিতে। তৃণমূল নেতারা সেখানে গেলে তাঁদেরও বিশেষ গুরুত্ব দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপের দাবিতে সরব হয়েছে শাসকদল।

অভিজিৎ সরকার নামে ওই যুবক শনিবার দুর্ঘটনায় গুরুতর আহত হন। তাঁকে নিয়ে যাওয়া হয় কুলটির বেসরকারি হাসপাতালটিতে। সঙ্গে নিয়ে যাওয়া হয় স্বাস্থ্যসাথী কার্ড। অভিযোগ, এর পর শুরু হয় হয়রানি। হাসপাতালের তরফে জানানো হয় বেড খালি নেই। টাকা জোগাড় করতে বলা হয় রোগীর আত্মীয়দের। ছেলেকে বাঁচাতে টাকা জোগাড় করা শুরু করে রোগীর আত্মীয়রা। সেই টাকা হাসপাতালে জমা দিতে মন্ত্রবলে ওই হাসপাতালেই জুটে যায় বেড।

খবর পেয়ে সেখানে যায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাঁদের কাছে ক্ষোভ উগরে দেন আরও কয়েকজন রোগীর আত্মীয়। তাঁদেরও অভিযোগ, হাসপাতালটিতে স্বাস্থ্যসাথী কার্ড গ্রহণ করা হয় না।

এর পর হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল। দলের তরফে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে হাসপাতালটির বিরুদ্ধে অভিযোগ জানানো হয়। মুখ্য স্বাস্থ্য আধিকারিক অশ্বিনী মাঝি জানান, ‘রোগীর পরিবারকে লিখিত অভিযোগ জমা দিতে বলেছি। সোমবার হাসপাতাল কর্তৃপক্ষকে ডেকে পাঠানো হয়েছে। তাদের সঙ্গে কথা বলে সমস্যা বোঝার চেষ্টা করবো।’

 

বন্ধ করুন