অনলাইনে অক্সিজেন সিলিন্ডার কিনতে গিয়ে প্রতারণার শিকার হলেন আসানসোলের এক তরুণী। অঙ্কিতা সরকার নামে ওই মহিলা আসানসোল পুরনিগমের কর্মী। সঙ্গে এলাকায় সমাজসেবায় যুক্ত তিনি। তাঁর অভিযোগ, কলকাতার একটি সংস্থার কাছ থেকে ৫টি অক্সিজেন সিলিন্ডার কেনার জন্য টাকা পাঠান তিনি। কিন্তু সিলিন্ডার পৌঁছয়নি। শুক্রবার আসানসোল কমিশনারেটের সাইবার ক্রাইম থানায় অভিযোগ নথিবদ্ধ করেন তিনি।
অভিযোগকারিনীর দাবি, ফেসবুকে দেখে কলকাতার অক্সি কেয়ার প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার কাছ থেকে ৫টি সিলিন্ডার কেনার জন্য ৫৭,২৩০টাকা পাঠান তিনি। গত ১২ মে সিলিন্ডারগুলি পাঠানোর কথা থাকলেও সিলিন্ডার এখনো এসে পৌঁছয়নি। কেন পৌঁছয়নি সেব্যাপারেও গ্রহণযোগ্য কোনও ব্যাখ্যা দিতে পারেনি সংস্থাটি।
অঙ্কিতাদেবীর দাবি, তাঁর সঙ্গে প্রতারণা হয়েছে। সেজন্য অভিযুক্ত সংস্থার বিরুদ্ধে সাইবার ক্রাইম থানা ও কুলটি থানায় অভিযোগ দায়ের করেন তিনি।