তৃণমূল নেতা অজিত মাইতির মন্তব্যের বিরোধিতায় পথে নামলেন কুড়মিরা। সোমবার রাজ্যের একাধিক জেলায় বিক্ষোভ দেখান তাঁরা। পোড়ানো হয় অজিত মাইতি ও শ্রীকান্ত মাহাতোর কুশপুতুল। কুড়মি সমাজের একটাই দাবি, ওই মন্তব্যের জন্য অজিতবাবুকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।
সোমবার শালবনীতে মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর বাড়ির সামনে তাঁরই কুশপুতুল দাহ করলেন কুড়মি সমাজের মানুষেরা। সঙ্গে অভিযুক্ত তৃণমূল নেতা অজিত মাইতির কুশপুতুল দাহ করেন তাঁরা। শ্রীকান্ত মাহাতো কেন অজিত মাইতির মন্তব্যের প্রতিবাদ করলেন না সেই প্রশ্ন তুলে বিক্ষোভ দেখান কুড়মিরা।
একই ছবি দেখা যায় পুরুল্যার বরাবাজার সিঁন্দরি অজিত মাইতি এবং শ্রীকান্ত মাহাতোর কুস পুতুল দাহ করে প্ল্যাকার্ড ঝুলিয়ে বিক্ষোভ দেখান কুড়মি সমাজের সদস্যরা।
গত সপ্তাহে জঙ্গলমহলে কোনও রাজনৈতিক দেওয়াল লিখন করা যাবে না বলে সিদ্ধান্ত ঘোষণা করে কুড়মি সংগঠন। এর পর তৃণমূলের এক সভায় দলের পশ্চিম মেদিনীপুরের নেতা তথা বিধায়ক অজিত মাইতি বলেন, কুড়মিরা খালিস্তানিদের মতো আচরণ করছেন। এতেই ক্ষোভের ঘিয়ে আগুন পড়ে। তবে এখনো নিজের বক্তব্যের জন্য ক্ষমা চাননি অজিতবাবু। যদিও চাপ ক্রমশ বাড়ছে।