বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > উঠল কুড়মিদের অবরোধ, স্বাভাবিক হচ্ছে রেল ও জাতীয় সড়ক

উঠল কুড়মিদের অবরোধ, স্বাভাবিক হচ্ছে রেল ও জাতীয় সড়ক

খেমাশুলিতে উঠল অবরোধ। 

দীর্ঘ চেষ্টার পর শনিবার কুড়মি সমপ্রদায়ের নেতাদের সঙ্গে সরকারের ভিডিয়ো কনফারেন্সিংয়ে বৈঠক হয়। এর পর অবরোধ তুলে নেওয়ার কথা ঘোষণা করেন কুড়মি সংগঠনের উপদেষ্টা। কিন্তু তার পরেও আন্দোলনকারীদের একাংশ রেলপথ ও সড়ক থেকে সরতে চাননি।

অবশেষে উঠল কুড়মি সম্প্রদায়ের রেল ও জাতীয় সড়ক অবরোধ। রবিবার সকালে রেল লাইন ও জাতীয় সড়ক থেকে সরে যান আন্দোলনকারীরা। যার ফলে ফের শুরু হয়েছে রেল ও যানচলাচল। পুজোর মুখে এই অবরোধের জেরে দক্ষিণপূর্ব রেলকে প্রায় ৩০০ ট্রেন বাতিল করতে হয়েছে।

রবিবার সকাল ৭.৩০ মিনিটে দক্ষিণপূর্ব রেলের তরফে বিবৃতি জারি করে জানানো হয়, রেল অবরোধ উঠে গিয়েছে। গত মঙ্গলবার থেকে ভাষা ও জাতিসত্ত্বার স্বীকৃতির দাবিতে পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিসহ জঙ্গলমহলের বিভিন্ন জায়গায় রেল ও সড়ক অবরোধ করে রেখেছিলেন কুড়মি সম্প্রদায়ভুক্ত মানুষরা।

চাকরি না পাওয়ার হতাশা নয়, শারীরিক অসুস্থাতেই আত্মঘাতী রাজু গাজি, দাবি পরিবারের

দীর্ঘ চেষ্টার পর শনিবার কুড়মি সমপ্রদায়ের নেতাদের সঙ্গে সরকারের ভিডিয়ো কনফারেন্সিংয়ে বৈঠক হয়। এর পর অবরোধ তুলে নেওয়ার কথা ঘোষণা করেন কুড়মি সংগঠনের উপদেষ্টা। কিন্তু তার পরেও আন্দোলনকারীদের একাংশ রেলপথ ও সড়ক থেকে সরতে চাননি। তাদের অভিযোগ ছিল, সরকারের আশ্বাসে বেশ কিছু ফাঁক রয়েছে। সেসব নিয়ে রাতে ফের পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের সঙ্গে কুড়মি সংগঠনের নেতাদের কথা হয়। সকালে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।

অবরোধ ওঠায় হাওড়ার সঙ্গে মুম্বই ও টাটানগরের যোগাযোগ স্বাভাবিক হচ্ছে। রেল ট্র্যাক পরীক্ষার পর দুপুরের পর থেকে ওই পথে ট্রেন চলাচল শুরু হবে। তবে জাতীয় সড়কে যানজট কাটতে কিছু সময় লাগবে বলে জানাচ্ছেন পুলিশ আধিকারিকরা।

 

বন্ধ করুন