বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Kurmi Protest: টানা ৫ দিন পর পুরুলিয়ায় অবরোধ প্রত্যাহার কুড়মিদের, নবান্নের চিঠি প্রত্যাখ্যান

Kurmi Protest: টানা ৫ দিন পর পুরুলিয়ায় অবরোধ প্রত্যাহার কুড়মিদের, নবান্নের চিঠি প্রত্যাখ্যান

কুড়মি সমাজের নেতা অজিত মাহাতো (নিজস্ব চিত্র)

পুরুলিয়াতে অবরোধ উঠলেও পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে অবরোধ আন্দোলন অহ্যাহত রয়েছে।

 

টানা পাঁচদিনে পর পুরুলিয়ায় রেল-সড়ক অবরোধ তুলে নিল কুড়মি সম্প্রদায়। সাধারণ মানুষের ভোগান্তির কথা ভেবে এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন আদিবাসী কুড়মি সমাজের নেতা অজিত মাহাতো। অবরোধ আন্দোলন প্রত্যাহার করে আলোচনায় বসার জন্য নবান্ন থেকে চিঠি পাঠানো হয়েছিল। সেই চিঠি ফেরত পাঠিয়ে আলোচনায় বসার প্রস্তাব নাকচ করে দিয়েছে আদিবাসী কুড়মি সমাজ। পুরুলিয়াতে অবরোধ উঠলেও পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে এখনও অবরোধ আন্দোলন অহ্যাহত রয়েছে।

অজিত মাহাতো বলেন, 'চিঠিতে লেখা হয়েছে মুখ্যসচিবের সঙ্গে ১০ তারিখে বৈঠক। সেখানে আপনারা আসুন। আগেও এই রকম বৈঠক হয়েছে। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। তাই আমরা চিঠি ফেরত দিলাম। এতে কোনও কাজ হবে না।আমরা চিঠি প্রত্যাখ্যান করলাম।' অজিত মাহাতো জানিয়েছেন, খুব শীঘ্রই কেন্দ্রীয় কমিটি বৈঠকে বসে পরবর্তী কর্মসূচি ঠিক করবে।

কুড়মি সমাজকে এসটি তালিকায় অন্তর্ভুক্তি, সারনা ধর্মের স্বীকৃতি, কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফশিলের অন্তর্ভুক্তি-সহ একাধিক দাবিতে পাঁচ দিন ধরে লাগাতার আন্দোলন চালাচ্ছিল কুড়মি সম্প্রদায়। প্রশাসনের সঙ্গে একাধিকবার বৈঠকের পরও কোনও সমাধান সূত্র মেলেনি। লাগাতার ট্রেন অবরোধে ব্যাহত হয় দক্ষিণ-পূর্ব রেলে ট্রেন চলাচল। আন্দোলনের জেরে পাঁচদিনে ৫০০ ট্রেন বাতিল করা হয়েছে। ১০০ ঘণ্টার বেশি অবরুদ্ধ হয়েছে জাতীয় সড়ক। খেমাশুলিতে যাতে অবরোধ তুলে নেওয়া হয় তার জন্যে চেষ্টা চালাচ্ছে পুলিশ-প্রশাসন।

মুখ্য সচিবকে চিঠি রেলের

টানা পাঁচদিন ধরে ট্রেন চলাচল বন্ধ থাকার বিপুল ক্ষতি হয়েছে রেলের। অবিলম্বে কুড়মি সমস্যা মেটানোর জন্য মুখ্যসচিবকে চিঠি দিয়েছিল রেল কর্তৃপক্ষ। অবরোধ তুলতে প্রয়োজনে রেল পুলিশ রাজ্যের পুলিশকে সহযোগিতা করবে বলে চিঠিতে জানানো হয়েছে।

 

বন্ধ করুন