সিবিআই হেফাজতে মৃত্যু হয়েছে বগটুইকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের। সোমবার বিকেলে লালন শেখের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী। গ্রেফতারির পর আদালতের নির্দেশে সিবিআই হেফাজতে ছিলেন লালন শেখ। কী ভাবে তাঁর মৃত্যু হয়েছে তা জানা যায়নি।
সোমবার বিকেলে সিবিআই সূত্রে জানা যায়, রামপুরহাটের পান্থশ্রী অতিথিনিবাসে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে মৃত্যু হয়েছে লালন শেখের। তাঁর দেহ রামপুরহাট মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হবে। বগটুইকাণ্ডে মূল অভিযুক্তের সিবিআই হেফাজতে মৃত্যুতে রহস্য দানা বেঁধেছে।
গত ২১ মার্চ বগটুই গ্রামে একের পর এক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় প্রধান অভিযুক্ত লালন শেখ। ওই ঘটনায় মৃত্যু হয়েছিল ৯ জনের। ঘটনার পর থেকে পলাতক ছিলেন লালন শেখ। ঘটনার প্রায় ৯ মাস পর গত ৪ ডিসেম্বর লালনকে পশ্চিমবঙ্গ লাগোয়া ঝাড়খণ্ডের পাকুড় থেকে গ্রেফতার করে সিবিআই। তার পর ২ দফায় তাঁকে সিবিআই হেফাজতের নির্দেশ দেন বিচারক। এর পর সিবিআই হেফাজতে থাকাকালীন মৃত্যু হল তাঁর। যদিও শেষদিন আদালতে পেশের সময় তাঁর কোনও শারীরিক অসুস্থতার লক্ষণ দেখতে পাওয়া যায়নি।
কী ভাবে লালন শেখের মৃত্যু হল তা নিয়ে এখনো কোনও মন্তব্য করেনি সিবিআই। ইতিমধ্যে রামপুরহাটের পান্থশ্রী অতিথিশালায় পৌঁছেছেন সিবিআইয়ের পদস্থ আধিকারিকরা।