বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > আমাকে শেষবার দেখে নেও, সোমবার বাড়ি এসে স্ত্রীকে বলেছিলেন লালন শেখ

আমাকে শেষবার দেখে নেও, সোমবার বাড়ি এসে স্ত্রীকে বলেছিলেন লালন শেখ

লালন শেখের স্ত্রী। হলুদ শাড়িতে।

লালন শেখের স্ত্রী বলেন, সোমবার দুপুরে আমার স্বামীকে বাড়িতে নিয়ে গিয়েছিল সিবিআই। সেখানে তাকে হার্ড ডিস্ক কোথায় আছে তা বলতে চাপ দেন আধিকারিকরা। তার পর আমার মায়ের বাড়ি নিয়ে যায় ওকে। আমি পিছন পিছন সেখানে যাই। সেখানে আমাকে মারধর করেন ২ সিবিআই আধিকারিক।

বগটুই গণহত্যায় মূল অভিযুক্ত তৃণমূল নেতা লালন শেখের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্যকর দাবি করলেন, মৃতে স্ত্রী। মঙ্গলবার তিনি সংবাদমাধ্যমকে বলেন, সোমবার দুপুরে আমার স্বামী বলেছিল, আমাকে শেষবার দেখে নেও। ওরা আমাকে শেষ করে দেবে। ঘটনায় সিআইডি তদন্তের দাবি করেছিলেন তিনি।

লালন শেখের স্ত্রী বলেন, সোমবার দুপুরে আমার স্বামীকে বাড়িতে নিয়ে গিয়েছিল সিবিআই। সেখানে তাকে হার্ড ডিস্ক কোথায় আছে তা বলতে চাপ দেন আধিকারিকরা। তার পর আমার মায়ের বাড়ি নিয়ে যায় ওকে। আমি পিছন পিছন সেখানে যাই। সেখানে আমাকে মারধর করেন ২ সিবিআই আধিকারিক। আমাকে বলেন, তোর স্বামীর আমরা কী অবস্থা করি দেখিস। তোর ছেলেকে উলটো করে ঝুলিয়ে মারব। তোর মেয়ের মান সম্মান নিয়ে টানাটানি করব। তখনই লালন শেখ বলেন, ‘আমারে শেষবার দেখে নেও। ওরা আমাকে শেষ করে দেবে।’

লালনের স্ত্রীর আরও দাবি, ‘ওকে বেলা ১২টা থেকে ২টো পর্যন্ত মেরেছে। ওকে যখন আমার মায়ের বাড়ি নিয়ে যায় তখন ও হাঁটতে পারছিল না। রীতিমতো কাঁপছিল। মারের চোটে ওর জিভ কেটে গিয়েছিল।’ লালনের মৃত্যুর জন্য বগটুই হত্যাকাণ্ডে নিহতদের আত্মীয় মিহিলাল শেখকে কাঠগড়ায় তুলেছেন তিনি। এই মিলিলালের দাদা সোনা শেখের বাড়িতে অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছিল ৯ জনের। লালনের স্ত্রী বলেন, ‘মিহিলালই আমার স্বামীকে ফাঁসিয়েছে। আমি সিআইডি তদন্ত চাই। সিবিআই আধিকারিকদের ফাঁসি চাই। সিবিআই আমার ঘর – সংসার – স্বামী সব নিয়ে নিল।’

 

বন্ধ করুন