ফের শ্যুট আউট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্রের অন্তর্গত উস্থিতে। এবার নিজের অফিসের সামনে আততায়ীর গুলিতে নিহত হলেন এক জমি কারবারি। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে উস্থির বাগাড়িয়া বাজারে। নিহত ব্যবসায়ীর নাম বুদ্ধদেব হালদার। তদন্তে নেমে রাতেই এই ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। পরিবারের দাবি, জমি কেনা বেচা সংক্রান্ত বিবাদের জেরেই এই খুন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত সাড়ে নটা নাগাদ বাগাড়িয়া বাজারে নিজের দফতর বন্ধ করছিলেন জমির ব্যবসায়ী বুদ্ধদেববাবু। তখন মোটরসাইকেলে ৩ আততায়ী সেখানে পৌঁছয়। বুদ্ধদেব বাবুকে লক্ষ্য করে খুব কাছে থেকে গুলি চালায় তারা। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। তাঁকে প্রথমে স্থানীয় নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় ডায়মন্ড হারবার মেডিক্যালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
পরিবারের তরফে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে জমি কেনা - বেচার কারবার করতেন বুদ্ধদেববাবু। সম্প্রতি বাগাড়িয়া বাজারে দফতরটি তৈরি করেন তিনি। পরিবারের দাবি, জমি সংক্রান্ত বিবাদের জেরেই তাঁকে খুন করা হয়েছে। এই ঘটনার তদন্তে নেমে রাতেই ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের জেরা করে খুনের সূত্র পাওয়ার চেষ্টা চলছে।
বলে রাখি, গত ২৫ ডিসেম্বর বজবজের নোদাখালিতে তৃণমূল নেতা তথা ব্যবসায়ী কৃষ্ণ মণ্ডলকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনায় ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তার পর ফের ডায়মন্ড হারবার পুলিশ জেলায় আততায়ীদের নিশানা হলেন ব্যবসায়ী। যার জেরে সেখানে ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে।