দেউচা-পাচামি নিয়ে জট কেটেও যেন কাটছে না। এই কয়লা খনি প্রকল্পের জন্য রাজ্য সরকার জমিদাতাদের ক্ষতিপূরণ এবং চাকরির কথা ঘোষণা করেছিল। সেইমতো ক্ষতিপূরণের পাশাপাশি চাকরিও দেওয়া হয়েছে বেশ কিছু পরিবারকে। তবে চাকরির নিয়োগপত্র তাদের হাতে তুলে দেওয়া হলেও এখনও নিয়োগ করা হয়নি। আর এই নিয়ে আদিবাসীদের মধ্যে সংশয় তৈরি হয়েছে। কবে তাদের চাকরিতে নিয়োগ করা হবে তা নিয়ে প্রশ্ন তুলছেন আদিবাসীরা। সেই দাবিতে মঙ্গলবার জেলা শাসকের অফিসের বাইরে জমায়েত করলেন বহু আদিবাসী।
রাজ্য সরকার দেউচা পাচামিতে কয়লা খনি প্রকল্পের জন্য চাকরি দেওয়ার কথা ঘোষণা করার পরে সিনিয়ার এবং জুনিয়র কনস্টেবল পদে নতুন পদ তৈরি করেছে। কিন্তু, এই পদ তৈরি করা হলেও এখনও দেউচার জমিদাতার চাকরি পাননি। জমিদাতাদের একাংশ এদিন বীরভূমের জেলা প্রশাসনের দ্বারস্থ হয়ে কবে চাকরি দেওয়া হবে তা জানতে চায়। সিউড়ির জেলা প্রশাসন ভবনে ভিড় করেন মহম্মদ বাজারের দেউচা-পাঁচামি কয়লাখনি প্রকল্পের বেশ কিছু জমিদাতা পরিবারের সদস্য। তারা জেলাশাসক বিধান রায়ের সঙ্গে দেখা করতে চান।
অন্যদিকে, দেউচা পাচামি প্রকল্পের জন্য দেওয়ানগঞ্জ এলাকার জমিহারা পরিবারকে চাকরি, পাট্টা এবং চেক দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্য সরকার। সেইমতোই গতকাল এর জন্য সেখানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে স্থানীয় নেতৃত্ব, প্রশাসনিক কর্তারা ছিলেন। এই অনুষ্ঠানে বেশ কয়েকজন বহিরাগত এসেছিলেন। মূলত তারই প্রতিবাদে রাস্তা অবরোধ করেন আদিবাসীরা। তাদের বক্তব্য, কোনওভাবেই বহিরাগতদের আনা যাবে না।