টানা বৃষ্টির জেরে বালি ব্রিজে ধস নামল। দক্ষিনেশ্বর থেকে বালিগামী রাস্তার বাঁ-দিকে প্রায় ১০০ মিটার অংশের নিচের মাটি সরে গিয়েছে। গতকাল রাতে বিষয়টি নজরে আসে গাড়ি চালকদের, সাথে সাথেই খবর দেওয়া হয় কর্তব্যরত স্থানীয় পুলিশ কর্মীদের। এরপর আজ সকাল থেকে পিডাব্লুডি-র উদ্যোগে যুদ্ধকালীন তৎপরতায় ধস কবলিত এলাকায় মেরামতির কাজ শুরু করা হলো।
এই ব্রিজটি উত্তর ২৪ পরগনার সাথে হাওড়া হুগলির যোগাযোগ স্থাপনকারী গুরুত্বপূর্ণ এক সড়ক। প্রশাসনের উদ্যোগে দক্ষিণেশ্বর দিক থেকে বালির দিকে যাওয়ার যানবাহন যথেষ্টই ধীরগতিতে চলছে। রাস্তার একদম পাশে ধস দেখা গিয়েছে, ফলে যানবাহন চলাচলের কোন সমস্যা আপাতত হচ্ছে না, তবে বিপত্তি ঠেকাতে গাড়িগুলি ধীর গতিতে চলছে।
এদিকে ধস ঠেকাতে শাল খুঁটি পুঁতে তার মাঝে সাদা বালির বস্তা ফেলার কাজ চলছে। প্রাথমিক অনুমান, বৃষ্টির জল স্রোতের মতো রাস্তার উপর থেকে বয়ে নিচে পড়ছে। সেই বেগেই মাটি আলগা হয়ে ধস নেমেছে। এই ঘটনার জেরে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা ছিল। উপর দিয়ে যাত্রী বোঝাই বাস যাওয়ার সময় নাকি তা উলটে যাওয়ার সম্ভবনা তৈরি হয়।