বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > চন্দ্রকোনায় নিজের গ্রাম মানিককুণ্ডে SSKM-র ফেরানো শুভদীপের শেষকৃত্য সম্পন্ন

চন্দ্রকোনায় নিজের গ্রাম মানিককুণ্ডে SSKM-র ফেরানো শুভদীপের শেষকৃত্য সম্পন্ন

প্রয়াত শুভদীপ পাল (ফেসবুক)

শুভদীপের রোজগারেরই চলত গোটা পরিবার। বাবা রণজিৎ পাল সামান্য একজন কৃষক। এলাকায় তিনি মিশুকে ও হাসিখুশি ছেলে বলেই পরিচিত।

তাঁর চিকিৎসাকে কেন্দ্র করে যত বিতর্ক, রাজনৈতিক তরজা। মঙ্গলবার সে সবের ঊর্ধ্বে চলে গিয়েছেন শুভদীপ পাল। কয়েক দিন টানাপড়েনের পর মঙ্গলবার তাঁর মৃত্যু হয়েছে। সেই শুভদীপের দেহ মঙ্গলবার গভীর রাতে কলকাতা থেকে তার পৈতৃক ভিটে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার মানিককুণ্ড গ্রামে আনা হয়। গ্রামের বাড়িতে হয় তাঁর শেষকৃত্য।

শুভদীপের রোজগারেরই চলত গোটা পরিবার। বাবা রণজিৎ পাল সামান্য একজন কৃষক। এলাকায় তিনি মিশুকে ও হাসিখুশি ছেলে বলেই পরিচিত। মঙ্গলবার তার মৃত্যুর খবর গ্রামে আসতেই শোকস্তব্ধ হয় গোটা গ্রাম।

শুভদীপের বৌদি বলেন, ‘দুর্ঘটনার রাতে ওকে প্রথমে ন্যাশনাল মেডিক্যাল কলেজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ওঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। এর দু'দিন পর আমরা তাঁকে এসএসকেএম-এ নিয়ে যাই। সে সময়ই আমরা মদনদার সঙ্গে যোগযোগ করে চিকিৎসার ব্যবস্থা করার জন্য আবেদন জানাই। কিন্তু এসএসকেএম-এ আমাদের প্রায় চার থেকে পাঁচ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছিল।’ 

শুভদীপের বৌদির আক্ষেপ যদি এসএসকেএ অপেক্ষা না করতে হতো, তাহলে হয়তো তাঁর দেওর বেঁচে ফিরত। 

গত ১৮ মে বাইক দুর্ঘটনায় জখম হয় শুভদীপ। সেই সময় পুলিশ তাঁকে উদ্ধার করে এনে এনআরএস মেডিকেল কলেজে ভর্তি করে। কিন্তু পরিস্থিতি জটিল হওয়ায় তাঁকে এসএসকেএ আনা হয়। কিন্তু হাসপাতালে ভর্তি করাতে না পেরে তাঁর পরিবার কামারহাটির বিধায়ক মদন মিত্রের সঙ্গে যোগাযোগ করে। তৎক্ষণাৎ হাসপাতালে এসে মদন মিত্র শুভদীপকে ভর্তি জন্য উদ্যোগ নেন। কিন্তু অভিযোগ, তাঁকে ভর্তি নেয়নি এসএসকেএম

কামারাহাটির বিধায়কের বিরুদ্ধে হাসপাতাল কর্মীদের সঙ্গে দুর্বব্যবহারের অভিযোগ করেন এসএসকেএম কর্তৃপক্ষ। এমন কী হাসপাতাল সুপার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও বিষয়টি জানান। পরের দিন হাসপাতাল কর্তৃপক্ষ মদনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। তবে ইতিমধ্যে, মুখ্যমন্ত্রী শুভদীপকে মেডিক্যাল কলেজে ভর্তির ব্যবস্থা করে দেন। মঙ্গলবার মারা যান তিনি। 

(পড়তে পারেন। 'প্রণাম'-এর সদস্যরা পাবেন QR কোড যুক্ত কার্ড, স্ক্যান করলেই জানা যাবে রোগের বিবরণ

বন্ধ করুন