বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে সিভিক ভলান্টিয়ারদের কাছে জল খেতে চাওয়াই কাল হল বধূর

মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে সিভিক ভলান্টিয়ারদের কাছে জল খেতে চাওয়াই কাল হল বধূর

প্রতীকী ছবি

সুমিত মুখোপাধ্যায় ও ছোট্টু দত্ত নামে ২ সিভিক ভলান্টিয়ারের কাছে জল খেতে চান ওই মহিলা। অভিযোগ তখন জলের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় ২ সিভিক ভলান্টিয়ার। সেই জল খেয়ে কিছুক্ষণের মধ্যে আচ্ছন্ন হয়ে পড়েন মহিলা।

রাজ্যে সিভিক ভলান্টিয়ারদের নিয়ে অভিযোগের অন্ত নেই। চলতি মাসেই আদালতের ধমক খেয়ে সিভিক ভলান্টিয়ারদের গতিবিধি বেঁধে দিয়েছে মমতা সরকার। কিন্তু তাতেও বিতর্ক থামার নাম নেই। এবার এক গৃহবধূকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ উঠল ২ সিভিক ভলান্টিরের বিরুদ্ধে। ঘটনা বীরভূমের লাভপুর থানা এলাকার। অভিযুক্ত ২ সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে, গত ১৪ এপ্রিল মেয়েকে নিয়ে লাভপুরের ফুল্লরা মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন ওই বধূ। প্রচণ্ড দাবদাহের মধ্যে পুজো দিয়ে বেরিয়ে দেখেন সামনে বসে আছেন ২ সিভিক ভলান্টিয়ার। সুমিত মুখোপাধ্যায় ও ছোট্টু দত্ত নামে ২ সিভিক ভলান্টিয়ারের কাছে জল খেতে চান ওই মহিলা। অভিযোগ তখন জলের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় ২ সিভিক ভলান্টিয়ার। সেই জল খেয়ে কিছুক্ষণের মধ্যে আচ্ছন্ন হয়ে পড়েন মহিলা। তখন তাঁকে পাশের একটি লজে নিয়ে ২ অভিযুক্ত। সেখানে আত্মীয় পরিচয় দিয়ে ঘর ভাড়া নেয়। সেখানে বধূকে ধর্ষণ করে তারা। ঘটনার কথা জানালে ফল ভালো হবে না বলেও হুমকি দেয়। এর পর বধূকে ছেড়ে দেয় তারা।

ঘটনার কথা জানিয়ে বুধবার লাভপুর থানায় অভিযোগ দায়ের করেন বধূ ও তাঁর স্বামী। অভিযোগ পেয়ে অভিযুক্ত ২ সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে পুলিশ। তাদের ৩ দিনের জন্য হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।

 

বন্ধ করুন