বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > মন্ত্রীর বিরুদ্ধে অন্তর্ঘাতের অভিযোগ, কৃষ্ণনগরে উড়ছে লিফলেট, অস্বস্তিতে TMC

মন্ত্রীর বিরুদ্ধে অন্তর্ঘাতের অভিযোগ, কৃষ্ণনগরে উড়ছে লিফলেট, অস্বস্তিতে TMC

উজ্জ্বল বিশ্বাস। (ফাইল ছবি, সৌজন্য ফেসবুক)

বিজেপির দাবি, তৃণমূলের নেতা কর্মীরাই মন্ত্রীর বিরুদ্ধে লিফলেট ছড়িয়েছে। এর পেছনে বিজেপির কোনও ভূমিকা নেই। তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বকেই এর পেছনে অন্যতম কারণ হিসাবে উল্লেখ করেছে বিজেপি।

সাত সকালেই একের পর এক লিফলেট। সেই পোস্টারে রাজ্য়ের মন্ত্রী তথা কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার বিধায়ক উজ্জ্বল বিশ্বাসের বড় অভিযোগ। মন্ত্রীর বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ। তার সঙ্গেই কৃষ্ণনগর পুরসভার চেয়ারম্যান নরেশ দাসের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে এই লিফলেটে। এদিকে এই লিফলেটগুলিকে কেন্দ্র করে চরম অস্বস্তিতে শাসকদল। এদিকে সেই লিফলেটে একেবারে আজব দাবি করা হয়েছে।

সেখানে দাবি করা হয়েছে বিগত নির্বাচনে মন্ত্রী নাকি বিরোধীদলকে সুবিধা পাইয়ে দিয়েছেন। এমনকী নিজের দলকে কোণঠাসা করতেই তিনি এই ধরনের পদক্ষেপ নিয়েছিলেন বলে দাবি করা হয়েছে লিফলেটে।

মোটের উপর বিরোধীদের সুবিধা পাইয়ে দিতেই নাকি উঠেপড়ে লেগেছিলেন মন্ত্রী। এমনটাই দাবি করা হয়েছে লিফলেটে। কিন্তু এতে তাঁর কী সুবিধা হতে পারে? তবে কি নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করার চেষ্টা হয়েছিল? দলের মধ্যেই অন্তর্ঘাতের অভিযোগ এর আগেও উঠেছিল। তবে এবার একেবারে সেই অভিযোগের সঙ্গে জড়িয়ে দেওয়া হয়েছে মন্ত্রীর নাম। এই ঘটনা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

এদিকে এই লিফলেটকে কেন্দ্র করে শাসকদলের অন্দরেই অবিশ্বাসের বাতাবরণ । অনেকে আবার এই লিফলেট ছড়ানোর পেছনে বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন। সব মিলিয়ে চরম রাজনৈতিক চাপানউতোর চলছে। 

বিজেপির দাবি, তৃণমূলের নেতা কর্মীরাই মন্ত্রীর বিরুদ্ধে লিফলেট ছড়িয়েছে। এর পেছনে বিজেপির কোনও ভূমিকা নেই। তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বকেই এর পেছনে অন্যতম কারণ হিসাবে উল্লেখ করেছে বিজেপি। 

এদিকে টিএমসি অবশ্য় অভিযোগ মানতে চায়নি। তাদের অভিযোগ এই ঘটনার পেছনে বিজেপির হাত রয়েছে। তৃণমূল নেতৃত্বের দাবি, সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে দলের ইমেজকে নষ্ট করার জন্য় নানা চক্রান্ত শুরু করেছে বিজেপি। এই লিফলেটের পেছনে বিজেপির হাত রয়েছে।

তবে বাস্তবে কারা লিফলেট ছড়িয়েছে তা নিয়ে প্রশ্নের উত্তর মেলেনি। গোটাটাই ধাঁধা। তবে এই লিফলেটকে ঘিরে ভোটের মুখে ফের সরগরম কৃষ্ণনগর। কে বা কারা এই লিফলেটকাণ্ডের পেছনে রয়েছেন সেটাই প্রশ্নের। আপাতত দলের তরফেও এনিয়ে খোঁজখবর নেওয়া চলছে পুরোদমে। 

আর যাঁর বিরুদ্ধে লিফলেটে অভিযোগ তোলা হয়েছে সেই মন্ত্রী অবশ্য় এই বিষয়টিকে গুরুত্ব দিতে চাননি। তাঁর কথায়, অনেকে হয়তো উন্নয়ন সহ্য় করতে পারছেন না। সেকারণে চক্রান্ত করে লিফলেট ছড়িয়েছে। এনিয়ে গুরুত্ব দেওয়া ঠিক নয়।

বাংলার মুখ খবর

Latest News

RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.