বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > বর্ধমানে সাত সকালে সাদা ধোঁয়ায় ঢেকে গেল চারদিক, শ্বাসকষ্ট শুরু

বর্ধমানে সাত সকালে সাদা ধোঁয়ায় ঢেকে গেল চারদিক, শ্বাসকষ্ট শুরু

এভাবেই সাদা ধোঁয়াতে ঢেকে যায় বর্ধমান শহরের জাতীয় সড়কের একাংশ  (নিজস্ব চিত্র)

পুলিশ ও দমকল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

শুক্রবার ভোর পাঁচটা। তখনও ভালো করে ঘুম ভাঙেনি বর্ধমান শহরের। আচমকাই বর্ধমান শহরের তেলিপুকুর এলাকায় ২ নম্বর জাতীয় সড়কের ধারে একটি ট্যাঙ্কার লিক হয়ে গ্যাস বেরতে শুরু করে বলে বাসিন্দাদের দাবি। এদিকে গ্যাস লিক হওয়ার খবর ছড়িয়ে পড়তেই বাসিন্দাদের মধ্যে প্রবল আতঙ্ক ছড়ায়। বাসিন্দাদের দাবি, সাদা ধোঁয়ায় চারদিক ঢেকে যায়।তীব্র গতিতে গ্যাস বেরতে থাকে। এদিকে সেই সাদা ধোঁয়ার পরিমাণ ক্রমেই বাড়তে থাকে। এর জেরে বাসিন্দাদের মধ্যে প্রবল আতঙ্ক ছড়ায়। অনেকেই আতঙ্কে ছোটাছুটি শুরু দেন। বাসিন্দাদের একাংশের দাবি সাদা ধোঁয়ার জেরে অনেকের শ্বাসকষ্টও শুরু হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ ও দমকলবাহিনী যায়। 

পুলিশ ব্য়ারিকেড করে এলাকা ঘিরে দেয়। কাউকে গাড়ির কাছে ঘেঁষতে দেওয়া হয়নি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ট্যাঙ্কার থেকে গ্যাস লিক হচ্ছে এটা টের পেয়েই গাড়ির চালক নিজেই লিক সারানোর চেষ্টা করেছিলেন। কিন্তু তিনি তা করতে পারেননি। আসলে লখনউ থেকে কার্বন-ডাই- অক্সাইড নিয়ে গাড়িটি কলকাতা যাচ্ছিল। পথেই বর্ধমানে ট্যাঙ্কারটির ভাল্ভ নষ্ট হয়ে গিয়ে কোনওভাবে লিক হয়ে যায়। পরে পুলিশ গিয়ে জাতীয় সড়কের দুই দিক আটকে দেয়। গাড়িটিকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। এরপরই এলাকায় স্বস্তি ফেরে। দমকল বাহিনী জানিয়েছে, পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে।

 

বন্ধ করুন