গরুপাচার কাণ্ডে সিবিআইয়ের হাতে অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পরে নকুলদানা, গুড়-বাতাসা বিলি করে উল্লাসে মেটে ওঠে বিজেপি। বাদ যায়নি বামেরাও। জেলায় জেলায় টিন, চড়াম চড়াম ঢাক বাজিয়ে, মিছিল করে প্রচার চালাল বামেদের যুব সংগঠন। আর তাদের প্রচারে শোনা গেল, ‘কুখ্যাত গরু চোর অনুব্রত মণ্ডল গ্রেফতার হয়েছে। আপনারা এবার গরু বাইরে বেঁধে রাখতে পারেন।’
গতকাল পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের রানাপাড়ায় রীতিমতো টিন বাজিয়ে প্রচারে নামেন বাম যুব সংগঠন ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশনের কর্মী সমর্থকরা। প্রচারে তাদের বলতে শোনা যায়, ‘দু টাকার ফুটো মাস্তান গরু চুরি করে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছে।’ অন্যদিকে, উত্তর চব্বিশ পরগনার বারাসত চাঁপাডালি মোরে ডিওয়াইএফআইয়ের তরফ থেকে এক মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলে অনুব্রত মণ্ডলকে গরু ও বালি চোর বলে প্রচার করা হয়। ডিওয়াইএফআইয়ের এক কর্মী জানিয়েছেন, ‘চিরদিন গুণ্ডা, মাস্তানি করে রাজনীতি করা যায় না। আমাদের আন্দোলন সাফল্য পেয়েছে। গরুচোর ধরা পড়েছে। তাই গরুচোর ধরা পরার আনন্দে ছাত্রযুবরা চড়াম চড়াম ঢাক বাজাচ্ছে।’
এছাড়া, নিউটাউন গৌরাঙ্গনগর এলাকায় মিছিল করে সিপিএম। ঢাক ঢোল নিয়ে এলাকায় ঘুরে ঘুরে মিছিল করেন সিপিএমের কর্মীরা। এর পাশাপাশি সিঙ্গুরের রতনপুর মোড়, দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে নকুলদানা. গুড়-বাতাসা বিলি করে উল্লাসে মেতে ওঠেন ডিওয়াইএফআই কর্মী সমর্থকরা।