পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে বহরমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে সব ক'টি আসনে জিতে গেল বাম-বিজেপি জোট। মোট ৬৩টি আসনের মধ্যে সবকটিতেই জয়লাভ করেছে তারা। জোটের জয়কে কটাক্ষ করে তৃণমূলের মন্তব্য, বাম-বিজেপি যে এক সঙ্গে তা আবার প্রমাণ হল।
নন্দকুমারের বহরমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে তৃণমূলকে রুখতে সমবায় বাঁচাও মঞ্চ গড়ে বাম ও বিজেপি। ভোটে তারা ৬৩টি আসনেই প্রার্থী দেয়। কিন্তু ৪৬টি আসনে তৃণমূল প্রার্থী দিলেও পরে ৩৫ জন মনোনয়ন প্রত্যাহার করে নেন। ফলে আগেই ৫২টি আসনে বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় জয়ী হয় বাম-বিজেপি জোট। রবিবার বাকি ১১টি আসনে নির্বাচন হয়। এই ১১টি আসনেই জিতেছে জোট।
জয়ের প্রেক্ষিতে বাম ও বিজেপির উভয়পক্ষের প্রতিক্রিয়া, তৃণমূলকে রুখতে জোট করা হয়েছিল। তা সফল হয়েছে। অন্য দিকে এই জয়কে কটাক্ষ করেছে তৃণমূল।বিধানসভা নির্বাচনের পর থেকে একাধিক বার তৃণমবল অভিযোগ করেছে, ‘বামেদের ভোট রামে’ গিয়েছে। এই জয়কে তারই নমুনা বলেছে তারা। কুণাল ঘোষ কটাক্ষ করে বলেন, আরও একবার প্রমাণ হলে বামের বিজেপির সঙ্গেই আছে।'