বিশ্বভারতীর জমি বিতর্ক নিয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে নিশানা করেছিলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তিনি মন্তব্য করেছিলেন, অমর্ত্য সেন হেরে যাওয়ার ভয় পাচ্ছেন। তাই আদালতের দ্বারস্থ হচ্ছেন না। এবার উপাচার্যের সেই মন্তব্যের পালটা দিলেন অমর্ত্য সেন। তিনি জানালেন, ‘আইনজীবীর চিঠি নিশ্চয়ই যাবে বিশ্বভারতী কর্তৃপক্ষের কাছে।’ পাশাপাশি, বিশ্বভারতীর সামগ্রিক পরিস্থিতি নিয়ে আবারও উষ্মা প্রকাশ করেছেন অমর্ত্য সেন।
জমি বিতর্কের পরেই সরব হয়েছেন বিশ্বভারতীর পড়ুয়া–অধ্যাপকেরা। এদিন শান্তিনিকেতনের বাড়ি প্রতীচীতে গিয়ে অমর্ত্য সেনের সঙ্গে দেখা করেন পড়ুয়া–অধ্যাপকেরা। বিশ্বভারতীর বর্তমান পরিস্থিতি ও উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর ভূমিকা নিয়েও সমালোচনা করেছেন অমর্ত্যবাবু। এদিন তিনি হাসির ছলেই বলেন, ‘দিল্লির কিছু লোকজন আছে যারা আমাকে পছন্দ করেন না।’ বিশ্বভারতীর পড়ুয়াদের বহিষ্কার নিয়ে সমালোচনা করেন অমর্ত্য সেন।
উল্লেখ্য, অর্থনীতিবিদ অমর্ত্য সেন নোবেলজয়ীই নন বলে দাবি করেছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। উপাচার্যের এমন মন্তব্যের পরে শুরু হয়েছে জোড় বিতর্ক। এদিকে, জমি বিতর্ক নিয়েও কটাক্ষ করেন বিদ্যুৎ চক্রবর্তী। তিনি বলেন, ‘বিশ্বভারতীর জমি দখলের বিষয়টি নিয়ে হেরে যাওয়ার ভয় পাচ্ছেন অমর্ত্য সেন। সেই কারণেই তিনি আদালতে যাচ্ছেন না।’ সম্প্রতি বিশ্বভারতী কর্তৃপক্ষ অমর্ত্য সেনকে চিঠি দিয়েছে। তাতে জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের ১৩ ডেসিমেল জমি অমর্ত্য সেনের দখলে রয়েছে। অবিলম্বে সেই জমি ফিরিয়ে দিতে হবে। তারপরেই শুরু হয় বিতর্ক।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup