বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Alipurduar Leopard: চিতাবাঘের দেহ মিলল জাতীয় সড়কের পাশে, পাচার না দুর্ঘটনা?‌ তদন্তে বন দফতর

Alipurduar Leopard: চিতাবাঘের দেহ মিলল জাতীয় সড়কের পাশে, পাচার না দুর্ঘটনা?‌ তদন্তে বন দফতর

রক্তাক্ত চিতাবাঘের দেহ।

২০২১ সালের মে মাসে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের দেহ মিলেছিল জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন মাদারিহাটে৷ গাড়িতে করে পাচার করা হচ্ছিল। কিন্তু হাতেনাতে ধরাও পড়ে যায় সেটি। পুলিশ আসার আগেই গাড়ি ফেলে চম্পট দিয়েছিল গাড়ি চালক৷ গাড়ির ডিকি থেকে উদ্ধার হয়েছিল রক্তাক্ত চিতাবাঘের দেহ৷

পূর্ণবয়স্ক একটি চিতাবাঘের দেহ উদ্ধার হয়েছে। এই ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার বীরপাড়ার ডীমডীমা এলাকায়৷ ৩১ নম্বর জাতীয় সড়কের পাশে জঙ্গল কংলগ্ন এলাকায় মৃত চিতাবাঘের দেহ উদ্ধার হয়েছে। বনদফতরের দলগাঁ রেঞ্জের কর্মীরা মৃত চিতাবাঘ উদ্ধার করেছে। তাঁদের অনুমান, দ্রুতগতিতে আসা কোনও গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে চিতাবাঘটির৷ সম্ভবত তখন চিতাবাঘটি রাস্তায় পার হচ্ছিল। চিতাবাঘের মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত করা হবে।

ঠিক কী ঘটেছে আলিপুরদুয়ারে?‌ পূর্ণবয়স্ক চিতাবাঘের মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে আলিপুরদুয়ারে। বন্যপ্রাণীদের এভাবে মৃত্যু ঠেকাতে সন্ধ্যের পর জঙ্গল লাগোয়া জাতীয় এবং রাজ্যসড়গুলিতে যানবাহন চলাচলের গতি বেঁধে দেওয়া হয়েছে। আবার অবৈধ পাচার রুখতে জারি রয়েছে মোবাইল পেট্রোলিং৷ কিন্তু এখনও লাগাম পরানো যায়নি৷ তারই প্রমাণ মিলল বৃহস্পতিবার মাঝরাতে।

উল্লেখ্য, ২০২১ সালের মে মাসে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের দেহ মিলেছিল জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন মাদারিহাটে৷ গাড়িতে করে পাচার করা হচ্ছিল। কিন্তু হাতেনাতে ধরাও পড়ে যায় সেটি। পুলিশ আসার আগেই গাড়ি ফেলে চম্পট দিয়েছিল গাড়ি চালক৷ গাড়ির ডিকি থেকে উদ্ধার হয়েছিল রক্তাক্ত চিতাবাঘের দেহ৷ তদন্তে উঠে আসে গাড়ির ধাক্কায় মৃত চিতাবাঘটির দেহ লোপাট করতেই এমন পদক্ষেপ করেছিল অভিযুক্তরা৷

আর কী জানা যাচ্ছে?‌ বন দফতর সূত্রে খবর, গতকাল, বৃহস্পতিবার মাঝরাতে বীরপাড়ার ডীমডীম এলাকার ঘটনার পিছনেও পাচারের কোনও বিষয় ছিল কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনাকে হালকাভাবে নেওয়া হচ্ছে না। বনবিভাগের দলগাঁ রেঞ্জের বনকর্মীরা গোটা ঘটনা খতিয়ে দেখতে পথে নেমেছেন। মৃত চিতাবাঘের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে৷

বন্ধ করুন