বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Dooars: চলন্ত মোটরবাইকের উপর ঝাঁপিয়ে পড়ল চিতাবাঘ, নাগরাকাটায় আক্রান্ত যুবক

Dooars: চলন্ত মোটরবাইকের উপর ঝাঁপিয়ে পড়ল চিতাবাঘ, নাগরাকাটায় আক্রান্ত যুবক

চিতাবাঘের হানা। ফাইল ছবি (ANI Photo)

জানা গিয়েছে, মোটরবাইক আরোহী বিজয়প্রতাপ সিং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পান৷ চিতাবাঘটি তারপরেই চা–বাগানের ভিতরে গা ঢাকা দেয়৷ গ্রামবাসীরা দেখতে পেয়ে তাঁকে উদ্ধার করে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। আপাতত সেখানেই চিকিৎসাধীন তিনি। এই ব্যক্তি মোটরবাইকে করে নাগরাকাটার দিকে যাচ্ছিলেন।

গাড়ি অথবা মোটরবাইক নিয়ে ডুয়ার্সের চা–বাগান ঘেরা আঁকা–বাঁকা পথে যাওয়ার সময় প্রাকৃতিক সৌন্দর্য অনেকেই দেখতে চান। কিন্তু সেখানে যদি চিতাবাঘ এসে যায়!‌ তাহলে কী হবে?‌ এবার আশঙ্কাই যেন সত্যি হল। শনিবার সন্ধ্যায় নাগরাকাটার বাসিন্দা বিজয়প্রতাপ সিংয়ের সঙ্গে যা ঘটল তাতে সন্ধ্যার চা–বাগানের পথে পা রাখতে দু’‌বার অনেকেই ভাববেন। কারণ মোটরবাইক আরোহী বিজয়প্রতাপ সিংয়ের উপর ঝাঁপিয়ে পড়ল চিতাবাঘ।

ঠিক কী ঘটেছে নাগরাকাটায়?‌ স্থানীয় সূত্রে খবর, চা–বাগানের পথ দিয়ে আসার সময় চিতাবাঘ ঝাঁপিয়ে পড়ে। আর তার জেরে টাল সামলাতে না পেরে মোটরবাইক নিয়ে রাস্তায় উল্টে পড়েন ওই ব্যক্তি। শনিবার সন্ধ্যায় জলপাইগুড়ির নাগরাকাটার বামনডাঙায় ঘটনাটি ঘটেছে। চিতাবাঘের হামলায় জখম হয়েছেন বামনডাঙা চা–বাগানেরই বাসিন্দা বিজয় প্রতাপ সিং। চলন্ত মোটরবাইকের উপরে চিতাবাঘের এভাবে ঝাঁপিয়ে পড়ার ঘটনা ডুয়ার্সে বিরল৷

তারপর ঠিক কী ঘটল?‌ জানা গিয়েছে, মোটরবাইক আরোহী বিজয়প্রতাপ সিং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পান৷ চিতাবাঘটি তারপরেই চা–বাগানের ভিতরে গা ঢাকা দেয়৷ গ্রামবাসীরা দেখতে পেয়ে তাঁকে উদ্ধার করে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। আপাতত সেখানেই চিকিৎসাধীন তিনি। এই ব্যক্তি মোটরবাইকে করে নাগরাকাটার দিকে যাচ্ছিলেন।

ঠিক কী বলছেন বিজয়?‌ এই ঘটনার পর বিজয়প্রতাপ সংবাদমাধ্যমে বলেন, ‘‌বেঁচে ফিরব, ভাবিনি। দীর্ঘদিন ধরে এই রাস্তা দিয়ে যাতায়াত করছি। এমন ঘটনা আগে ঘটেনি। তবে চলন্ত মোটরবাইকের ওপর যেভাবে চিতাবাঘ ঝাঁপিয়ে পড়ল তা আগে ঘটেছে বলে শুনিনি।’‌ বন দফতরের খুনিয়া রেঞ্জের রেঞ্জার প্রদ্যুৎ সরকার বলেন, ‘‌জখম ব্যক্তির চিকিৎসার যাবতীয় বন্দোবস্ত বন দফতরের পক্ষ থেকেই করা হচ্ছে।’‌

বন্ধ করুন