কিছুদিন আগেই গোর্খাল্যান্ড নিয়ে সংসদে প্রশ্ন তুলেছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। পশ্চিমবঙ্গ থেকে দার্জিলিং ভাগ করে পৃথক রাজ্য ঘোষণার সেই দাবিতে টেবিল চাপড়ে সমর্থন জানিয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষও। সেই ভিডিও ছড়িয়ে পড়তে নানা মহলে নানা প্রশ্ন ওঠে, বিতর্ক দেখা দেয়। এবার ফের সরাসরি গোর্খাল্যান্ড ইস্যুতে হস্তক্ষেপ করল কেন্দ্র।
এ বিষয়ে আলোচনা চেয়ে রাজ্যকে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। রাজ্যের স্বরাষ্ট্রসচিব, জিটিএ–এর প্রধান সচিব, দার্জিলিংয়ের জেলাশাসক ও গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতিকে পাঠানো হয়েছে এই চিঠি। আর উল্লেখযোগ্য ভাবে সেখানে গোর্খা জনমুক্তি মোর্চার ঠিকানা রয়েছে বিমল গুরুংয়ের বাড়ির ঠিকানায়। ৭ অক্টোবর, বুধবার সকাল ১১টায় দিল্লির নর্থ ব্লকে ১১৯ নম্বর রুমে এই বৈঠক ডাকা হয়েছে। এবং এই বৈঠকে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিসান রেড্ডি।
উল্লেখ্য, ২০১৭–র গোর্খাল্যান্ড আন্দোলনের পর থেকেই এই দাবি আরও জোড়ালো হয়ে উঠেছে। ২০১৯ লোকসভা নির্বাচনে দার্জিলিং থেকে সংসদে যান রাজু বিস্তা। তাঁর নেতৃত্বে আরও প্রবল গোর্খাল্যান্ডে দাবি। এর আগে চলতি বছরে জুলাই মাসে এ নিয়ে কেন্দ্রে একটি বৈঠক ডাকা হয়। যদিও সেটি বাতিল হয়ে গিয়েছিল।
এ ব্যাপারে তৃণমূল নেতা গৌতম দেবের দাবি, ‘বাংলা ভাগের ষড়যন্ত্র করছে বিজেপি। কোনওভাবেই তা সফল হতে দেওয়া যাবে না।’ যদিও ভিন্ন মত রাজ্য বিজেপি–র সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর। তিনি জানান, রাজনৈতিক ভাবেই দার্জিলিংয়ের মানুষের স্থায়ী সমাধান খোঁজা হচ্ছে। বিজেপি বাংলা ভাগের বিরোধী।