Liquor Prices: Kingfisher ও Tuborg-এর বিভিন্ন Beer-এর দাম কত হয়েছে রাজ্যে? দেখুন পুরো তালিকা
১ মিনিটে পড়ুন . Updated: 21 Nov 2021, 07:41 PM IST- একনজরে দেখে নিন, Kingfisher এবং Tuborg-এর বিয়ারের নয়া দাম -
রাজ্যে মদের নয়া দাম কার্যকর হওয়ার পর কেটে গিয়েছে প্রায় এক সপ্তাহ। তা নিয়ে রাজনৈতিক তরজা চলছে। তবে রীতিমতো খুশি হয়েছেন সুরাপ্রেমীরা। শীত-শীত ভাবের মধ্যে কমেছে তাঁদের প্রিয় বিলিতি মদের দাম। তারইমধ্যে একনজরে দেখে নিন, Kingfisher এবং Tuborg-এর বিয়ারের নয়া দাম -
Kingfisher-এর বিয়ার:
Tuborg-এর বিয়ার:
মদের দাম কমে যাওয়ায় রাজ্যের কোষাগারেও লাভ হবে বলে মত সংশ্লিষ্ট মহলের। রাজ্য সরকারের আধিকারিকদের বক্তব্য, এতদিন বিভিন্ন প্রতিবেশী রাজ্যগুলিতে দাম কম হওয়ায় সেখানে থেকে পশ্চিমবঙ্গে বেআইনিভাবে মদ আনা হত। এবার মদের দাম কমে যাওয়ায় সেই পাচার বন্ধ হবে। তাতে আখেরে লাভ হবে রাজ্যের। সঙ্গে সুরক্ষিত হবে জনস্বার্থের বিষয়টিও। যদিও দাম কমলে রাজ্যের কোষাগারে প্রভাব পড়বে না? প্রশাসনিক মহলের দাবি, গুণগতভাবে ভালো মদের দাম কমে যাওয়ার ফলে সুরাপ্রেমীদের মধ্যে চাহিদা বাড়বে। ফলে বাড়তি মদ বিক্রি হবে। বিভিন্ন ধরনের মদের ক্ষেত্রে যে পরিমাণ দাম কমানো হয়েছে, তা পুষিয়ে যাবে। পাশাপাশি ভিন রাজ্য থেকে বেআইনিভাবে মদ নিয়ে আনার প্রবণতায় লাগাম পড়লেই রাজ্যে বিলিতি মদের বিক্রি বৃদ্ধি পাবে। যা রাজ্যের কোষাগারের পক্ষে ভালো।