Liquor Prices: মাত্র ৮০ টাকায় পেয়ে যাবেন Rum, McDowells No.1-এর বিভিন্ন বোতলের দাম কত হল?
1 মিনিটে পড়ুন . Updated: 30 Nov 2021, 07:31 PM IST- একনজরে দেখে নিন, McDowells No.1-এর বিভিন্ন মাপের রামের বোতলের দাম।
আপনার প্রিয় রামের ব্র্যান্ড কি McDowells No.1? তাহলে নিশ্চয়ই জানেন যে গত ১৬ নভেম্বর থেকে আপনার প্রিয় ব্র্যান্ডের রাম আরও সস্তায় পাওয়া যাচ্ছে। কারণ সেদিন থেকে পশ্চিমবঙ্গে কমে গিয়েছে বিলিতি মদের দাম। একধাক্কায় অনেকটা দর কমেছে। একনজরে দেখে নিন, McDowells No.1-এর বিভিন্ন মাপের রামের বোতলের দাম -
কিন্তু দাম কমানো হয়েছে কেন? প্রশাসনিক মহলের ব্যাখ্যা, এতদিন বিভিন্ন প্রতিবেশী রাজ্যগুলিতে দাম কম হওয়ায় সেখানে থেকে পশ্চিমবঙ্গে বেআইনিভাবে মদ আনা হত। এবার মদের দাম কমে যাওয়ায় সেই পাচার বন্ধ হবে। তাতে আখেরে লাভ হবে রাজ্যের। সঙ্গে সুরক্ষিত হবে জনস্বার্থের বিষয়টিও। যদিও দাম কমলে রাজ্যের কোষাগারে প্রভাব পড়বে না? প্রশাসনিক মহলের দাবি, গুণগতভাবে ভালো মদের দাম কমে যাওয়ার ফলে সুরাপ্রেমীদের মধ্যে চাহিদা বাড়বে। ফলে বাড়তি মদ বিক্রি হবে। বিভিন্ন ধরনের মদের ক্ষেত্রে যে পরিমাণ দাম কমানো হয়েছে, তা পুষিয়ে যাবে। পাশাপাশি ভিন রাজ্য থেকে বেআইনিভাবে মদ নিয়ে আনার প্রবণতায় লাগাম পড়লেই রাজ্যে বিলিতি মদের বিক্রি বৃদ্ধি পাবে। যা রাজ্যের কোষাগারের পক্ষে ভালো।