এখনও জাঁকিয়ে শীত পড়েনি। তার আগেই সুখবর পেয়েছেন পশ্চিমবঙ্গের সুরাপ্রেমীরা। একধাক্কায় কমেছে বিলিতি মদের দাম। সস্তা হয়েছে রাম, হুইস্কি, বিয়ার, ওয়াইনের মতো বিভিন্ন মদ। যে নয়া দাম গত মঙ্গলবার (১৬ নভেম্বর) থেকে কার্যকর হয়েছে। একনজরে দেখে নিন পশ্চিমবঙ্গে হুইস্কি এবং ওয়াইন কিনতে এখন কত খরচ হবে-
হুইস্কির দাম
রাজ্য আবগারি দফতরের তালিকা অনুযায়ী, পশ্চিমবঙ্গে বিভিন্ন ব্র্যান্ডের মোট ২৬৪ ধরনের হুইস্কি ব্যবহার করা হয়। পরিমাণ ও ব্র্যান্ডের ভিত্তিতে কোন হুইস্কির দাম, কত পড়ছে, তা দেখে নিন -
ওয়াইনের দাম
আবগারি দফতরের তালিকা অনুযায়ী, আপাতত পশ্চিমবঙ্গে বিভিন্ন ব্র্যান্ডের ১৬২ ধরনের ওয়াইন বিক্রি হয়। অধিকাংশ ওয়াইনের বোতল ৭৫০ মিলিমিটারের হলেও ৩৭৫ মিলিমিটার, ১৮৭ মিলিমিটার ওয়াইনের বোতলও পাওয়া যায়। পরিমাণ ও ব্র্যান্ডের ভিত্তিতে কোন ওয়াইনের দাম, কত পড়ছে, তা দেখে নিন -
মদের দাম কমে যাওয়ায় রীতিমতো খুশি হয়েছেন সুরাপ্রেমীরা। মদের দাম কমানো নিয়ে বিজেপি কটাক্ষ করলেও প্রশাসনিক মহলের ব্যাখ্যা, এতদিন বিভিন্ন প্রতিবেশী রাজ্যগুলিতে দাম কম হওয়ায় সেখানে থেকে পশ্চিমবঙ্গে বেআইনিভাবে মদ আনা হত। এবার মদের দাম কমে যাওয়ায় সেই পাচার বন্ধ হবে। তাতে আখেরে লাভ হবে রাজ্যের। সঙ্গে সুরক্ষিত হবে জনস্বার্থের বিষয়টিও। যদিও দাম কমলে রাজ্যের কোষাগারে প্রভাব পড়বে না? প্রশাসনিক মহলের দাবি, গুণগতভাবে ভালো মদের দাম কমে যাওয়ার ফলে সুরাপ্রেমীদের মধ্যে চাহিদা বাড়বে। ফলে বাড়তি মদ বিক্রি হবে। বিভিন্ন ধরনের মদের ক্ষেত্রে যে পরিমাণ দাম কমানো হয়েছে, তা পুষিয়ে যাবে। পাশাপাশি ভিন রাজ্য থেকে বেআইনিভাবে মদ নিয়ে আনার প্রবণতায় লাগাম পড়লেই রাজ্যে বিলিতি মদের বিক্রি বৃদ্ধি পাবে। যা রাজ্যের কোষাগারের পক্ষে ভালো।