বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > গোসাবায় রেকর্ড সুব্রত মণ্ডলের, ১ লক্ষ ৪৩ হাজার ভোটে বিশাল জয় তৃণমূলের
গোসাবার তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল

গোসাবায় রেকর্ড সুব্রত মণ্ডলের, ১ লক্ষ ৪৩ হাজার ভোটে বিশাল জয় তৃণমূলের

বেশ কয়েকটি দ্বীপ নিয়ে গঠিত গোসাবা বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী করে ভূমিপুত্র সুব্রত মণ্ডলকে। বিজেপি প্রার্থী করে পলাশ রানাকে।

গত ৩০ অক্টোম্বর গোসাবা উপনির্বাচনে ত্রিমুখী লড়াই দেখে সেখানকার মানুষ। তৃণমূলের গড় হিসেবে পরিচিত গোসাবায় নিজেদের ছাপ ফেলতে মড়িয়া ছিল বাম ও বিজেপি। বেশ কয়েকটি দ্বীপ নিয়ে গঠিত গোসাবা বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী করে ভূমিপুত্র সুব্রত মণ্ডলকে। বিজেপি প্রার্থী করে পলাশ রানাকে। অপরদিকে বামজোটের হয়ে আরএসপি প্রার্থী অনিলচন্দ্র মণ্ডল লড়াই করেন এই উপনির্বাচনে। কংগ্রেস এই কেন্দ্রের বামজোটকে সমর্থন জানিয়ে কোনও প্রার্থী দেয়নি। 

02 Nov 2021, 02:09:34 PM IST

গণনা শেষে ১ লাখ ৪৩ হাজারে জয় তৃণমূলের

গণনা শেষে দেখা যায় গোসাবায় ১ লাখ ৪৩ হাজারে জয় তৃণমূলের। তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল ১ লক্ষ ৬১ হাজার ৪৭৪ ভোট পান। বিজেপির প্রার্থী পান মাত্র ১৮ হাজার ভোট। তৃতীয় স্থানে থাকা বাম প্রার্থীর ঝুলিতে যায় মাত্র ৩ হাজার ভোট।

02 Nov 2021, 01:22:10 PM IST

গোসাবায় রেকর্ড জয় তৃণমূলের

গোসাবায় রেকর্ড ১ লাখ ৪১ হাজারেরও বেশি ভোটে জয় তৃণমূলের প্রার্থী সুব্রত মণ্ডলের।

02 Nov 2021, 11:34:25 AM IST

১ লক্ষ ৩৩ হাজার ভোটে এগিয়ে তৃণমূল

১৫ রাউন্ড শেষে ১ লক্ষ ৩৩ হাজার ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল।

02 Nov 2021, 11:10:44 AM IST

তিন রাউন্ড ভোট গণনা বাকি

১ লক্ষ ১৭ হাজার ৩৬ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল। আর তিন রাউন্ড ভোট গণনা বাকি এই কেন্দ্রে।

02 Nov 2021, 11:02:25 AM IST

১ লক্ষ ৭ হাজার ভোটে এগিয়ে সুব্রত

১ লক্ষ ৭ হাজার ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল।

02 Nov 2021, 10:49:31 AM IST

৯৮ হাজার ভোটে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী

৯৮ হাজার ভোটে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল।

02 Nov 2021, 10:39:05 AM IST

৯০ হাজার ৫ ভোটে এগিয়ে তৃণমূল

১০ম রাউন্ড শেষে গোসাবায় ৯০ হাজার ৫ ভোটে এগিয়ে যান তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল।

02 Nov 2021, 10:31:29 AM IST

৮২ হাজার ৩৮৭ ভোটে এগিয়ে তৃণমূল

নবম রাউন্ড শেষে ৮২ হাজার ৩৮৭ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল।

02 Nov 2021, 10:23:17 AM IST

গোসাবায় ৭৬ হাজার ভোটে এগিয়ে গেল তৃণমূল

গোসাবায় ৭৬ হাজার ৯৩৯ ভোটে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল।

02 Nov 2021, 10:22:11 AM IST

৯০ শতাংশেরও বেশি ভোট তৃণমূলের ঝুলিতে

গোসাবায় প্রায় ৬৮ হাজার ভোটে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল। সেখানে ৯০ শতাংশেরও বেশি ভোট গিয়েছে ঘাসফুল শিবিরের ঝুলিতে। 

02 Nov 2021, 10:07:20 AM IST

তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল পেয়েছেন ৫৫৫৬৪ ভোট

পঞ্চম রাউন্ড গননার পর তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল পেয়েছেন ৫৫৫৬৪ ভোট। বিজেপি প্রার্থী পেয়েছেন ৩৭৯১ ভোট। আরএসপি প্রার্থী পান ৯২২ ভোট। তৃণমূল প্রার্থী এগিয়ে ৫১৭৭৩ ভোটে এগিয়ে।

02 Nov 2021, 09:54:43 AM IST

৫১ হাজার ভোটে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী

পঞ্চম রাউন্ড শেষে গোসাবায় ৫১ হাজার ভোটে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল।

02 Nov 2021, 09:43:23 AM IST

৪২ হাজার ৫৬৬ ভোটে এগিয়ে তৃণমূল

৪২ হাজার ৫৬৬ ভোটে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল।

02 Nov 2021, 08:53:44 AM IST

৯ হাজার ১০৩ ভোটে এগিয়ে তৃণমূলের সুব্রত মণ্ডল

প্রথম রাউন্ডের পর বিজেপি প্রার্থী পলাশ রানার থেকে ৯ হাজার ১০৩ ভোটে এগিয়ে তৃণমূলের সুব্রত মণ্ডল।

02 Nov 2021, 07:32:24 AM IST

১৬ রাউন্ড গণনা

গোসাবা বিধানসভার ১৬টি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মোট ৩৩০টি বুথে ভোটগ্রহণ করা হয়। সেই মতো ২৫টি টেবলে ১৬ রাউন্ড গণনা হবে। 

02 Nov 2021, 07:32:24 AM IST

১৮৯টি বুথে ওয়েব কাস্টিং হয়েছিল

উপনির্বাচনে ১৮৯টি বুথে ওয়েব কাস্টিং, ৪৩টি বুথে ছিল মাইক্রো অবজার্ভার এবং সিসিটিভির ব্যবস্থা ছিল। আরও ৩০টি বুথে ভিডিয়োগ্রাফির ব্যবস্থা করা হয়। 

02 Nov 2021, 07:32:25 AM IST

বিধানসভা নির্বাচনে ২৩,৭০৯ ভোটে জিতেছিল তৃণমূল

এর আগে বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী চিত্ত প্রামাণিককে ২৩,৭০৯ ভোটে হারিয়ে দিয়েছিলেন জয়ন্ত নস্কর। পরে তিনি করোনায় মারা গেলে বিধায়কশূন্য হয় আশনটি। এর জেরেই উপনির্বাচন অনুষ্ঠিত হয় এখানে।

02 Nov 2021, 07:32:25 AM IST

জারি ১৪৪ ধারা

আর কিছুক্ষণেই ক্যানিং বঙ্কিম সর্দার কলেজে শুরু হবে ভোট গণনার কাজ। কলেজ চত্বরে মোতায়েন করা হয়েছে ৩০০ পুলিশ। অপ্রীতিকর ও বিশৃঙ্খলা এড়াতে গোসাবাতে জারি ১৪৪ ধারা।

02 Nov 2021, 07:32:25 AM IST

প্রার্থী ছিলেন কারা?

গোসাবা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়েছিলেন পলাশ রানা। তৃণমূল কংগ্রেস প্রার্থী করে সুব্রত মণ্ডলকে। আর বামফ্রন্ট প্রার্থী করে অনিলচন্দ্র মণ্ডলকে।

02 Nov 2021, 07:32:25 AM IST

তৃণমূলের কাছে ব্যবধান বাড়ানোর লড়াই

২০২১ সালের বিধানসভা নির্বাচনে গোসাবায় তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসাবে জয়ী হয়েছিলেন জয়ন্ত নস্কর। কিন্তু তিনিও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। তাই এখানে উপনির্বাচন হচ্ছে। এখানে লাভলি মৈত্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচার করে গিয়েছেন। তৃণমূলের গড় হিসেবে পরিচিত আসনের উপনির্বাচনে তৃণমূলের কাছে ব্যবধান বাড়ানোর লড়াই।

বাংলার মুখ খবর

Latest News

Pakistan বনাম New Zealand ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? দ্বিতীয় কিপার হিসেবে লড়াই রাহুল-সঞ্জুর, ষষ্ঠ বোলারের দৌড়ে বিষ্ণোই-অক্ষর-আবেশ ‘আমার সঙ্গে একটা ছবি তুলবে কাঞ্চনদা?’ পরমব্রতর বাড়িতে দেখা হতেই আবদার অরিজিতের! ‘৪০ ঊর্ধ্বে মহিলাদের প্রতি মানুষ কঠোর’, কাজ কমিয়ে দেওয়া নিয়েও মুখ খুললেন কালকি ম্যালেরিয়ার ঝুঁকি বাড়ে এই কারণেই! বিশেষজ্ঞের পরামর্শ মতো এড়িয়ে চলুন এখন থেকেই লোকসভা ভোটের দ্বিতীয় দফার আসনগুলিতে ২০১৯-এর চেয়ে ভাল ফলের আশায় জেডিইউ 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু টসে জিতল Royal Challengers Bengaluru , প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিল| অগ্নিদগ্ধ হয়ে একসঙ্গে তিনজনের মৃত্যু হয়েছে, পাটনার হোটেলে বিধ্বংসী আগুনের জের মা হতে চান, মিলছে না পাত্র! প্রিয়াঙ্কার মতো ডিম্বাণু সংরক্ষণ করতে চান ম্রুনাল

Latest IPL News

'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের? ফুটবল খেলে,বাচ্চাদের সঙ্গে কেক কেটে জন্মদিনের সপ্তাহের শুরু সচিন তেন্ডুলকরের MI-এ বেশি দিন খেললে ব্রেন ফেটে যাবে- বিস্ফোরক রায়ডু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.