বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > গোসাবায় রেকর্ড সুব্রত মণ্ডলের, ১ লক্ষ ৪৩ হাজার ভোটে বিশাল জয় তৃণমূলের
গোসাবার তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল

গোসাবায় রেকর্ড সুব্রত মণ্ডলের, ১ লক্ষ ৪৩ হাজার ভোটে বিশাল জয় তৃণমূলের

বেশ কয়েকটি দ্বীপ নিয়ে গঠিত গোসাবা বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী করে ভূমিপুত্র সুব্রত মণ্ডলকে। বিজেপি প্রার্থী করে পলাশ রানাকে।

গত ৩০ অক্টোম্বর গোসাবা উপনির্বাচনে ত্রিমুখী লড়াই দেখে সেখানকার মানুষ। তৃণমূলের গড় হিসেবে পরিচিত গোসাবায় নিজেদের ছাপ ফেলতে মড়িয়া ছিল বাম ও বিজেপি। বেশ কয়েকটি দ্বীপ নিয়ে গঠিত গোসাবা বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী করে ভূমিপুত্র সুব্রত মণ্ডলকে। বিজেপি প্রার্থী করে পলাশ রানাকে। অপরদিকে বামজোটের হয়ে আরএসপি প্রার্থী অনিলচন্দ্র মণ্ডল লড়াই করেন এই উপনির্বাচনে। কংগ্রেস এই কেন্দ্রের বামজোটকে সমর্থন জানিয়ে কোনও প্রার্থী দেয়নি। 

02 Nov 2021, 02:09:34 PM IST

গণনা শেষে ১ লাখ ৪৩ হাজারে জয় তৃণমূলের

গণনা শেষে দেখা যায় গোসাবায় ১ লাখ ৪৩ হাজারে জয় তৃণমূলের। তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল ১ লক্ষ ৬১ হাজার ৪৭৪ ভোট পান। বিজেপির প্রার্থী পান মাত্র ১৮ হাজার ভোট। তৃতীয় স্থানে থাকা বাম প্রার্থীর ঝুলিতে যায় মাত্র ৩ হাজার ভোট।

02 Nov 2021, 01:22:10 PM IST

গোসাবায় রেকর্ড জয় তৃণমূলের

গোসাবায় রেকর্ড ১ লাখ ৪১ হাজারেরও বেশি ভোটে জয় তৃণমূলের প্রার্থী সুব্রত মণ্ডলের।

02 Nov 2021, 11:34:25 AM IST

১ লক্ষ ৩৩ হাজার ভোটে এগিয়ে তৃণমূল

১৫ রাউন্ড শেষে ১ লক্ষ ৩৩ হাজার ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল।

02 Nov 2021, 11:10:44 AM IST

তিন রাউন্ড ভোট গণনা বাকি

১ লক্ষ ১৭ হাজার ৩৬ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল। আর তিন রাউন্ড ভোট গণনা বাকি এই কেন্দ্রে।

02 Nov 2021, 11:02:25 AM IST

১ লক্ষ ৭ হাজার ভোটে এগিয়ে সুব্রত

১ লক্ষ ৭ হাজার ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল।

02 Nov 2021, 10:49:31 AM IST

৯৮ হাজার ভোটে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী

৯৮ হাজার ভোটে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল।

02 Nov 2021, 10:39:05 AM IST

৯০ হাজার ৫ ভোটে এগিয়ে তৃণমূল

১০ম রাউন্ড শেষে গোসাবায় ৯০ হাজার ৫ ভোটে এগিয়ে যান তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল।

02 Nov 2021, 10:31:29 AM IST

৮২ হাজার ৩৮৭ ভোটে এগিয়ে তৃণমূল

নবম রাউন্ড শেষে ৮২ হাজার ৩৮৭ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল।

02 Nov 2021, 10:23:17 AM IST

গোসাবায় ৭৬ হাজার ভোটে এগিয়ে গেল তৃণমূল

গোসাবায় ৭৬ হাজার ৯৩৯ ভোটে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল।

02 Nov 2021, 10:22:11 AM IST

৯০ শতাংশেরও বেশি ভোট তৃণমূলের ঝুলিতে

গোসাবায় প্রায় ৬৮ হাজার ভোটে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল। সেখানে ৯০ শতাংশেরও বেশি ভোট গিয়েছে ঘাসফুল শিবিরের ঝুলিতে। 

02 Nov 2021, 10:07:20 AM IST

তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল পেয়েছেন ৫৫৫৬৪ ভোট

পঞ্চম রাউন্ড গননার পর তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল পেয়েছেন ৫৫৫৬৪ ভোট। বিজেপি প্রার্থী পেয়েছেন ৩৭৯১ ভোট। আরএসপি প্রার্থী পান ৯২২ ভোট। তৃণমূল প্রার্থী এগিয়ে ৫১৭৭৩ ভোটে এগিয়ে।

02 Nov 2021, 09:54:43 AM IST

৫১ হাজার ভোটে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী

পঞ্চম রাউন্ড শেষে গোসাবায় ৫১ হাজার ভোটে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল।

02 Nov 2021, 09:43:23 AM IST

৪২ হাজার ৫৬৬ ভোটে এগিয়ে তৃণমূল

৪২ হাজার ৫৬৬ ভোটে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল।

02 Nov 2021, 08:53:44 AM IST

৯ হাজার ১০৩ ভোটে এগিয়ে তৃণমূলের সুব্রত মণ্ডল

প্রথম রাউন্ডের পর বিজেপি প্রার্থী পলাশ রানার থেকে ৯ হাজার ১০৩ ভোটে এগিয়ে তৃণমূলের সুব্রত মণ্ডল।

02 Nov 2021, 07:32:24 AM IST

১৬ রাউন্ড গণনা

গোসাবা বিধানসভার ১৬টি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মোট ৩৩০টি বুথে ভোটগ্রহণ করা হয়। সেই মতো ২৫টি টেবলে ১৬ রাউন্ড গণনা হবে। 

02 Nov 2021, 07:32:24 AM IST

১৮৯টি বুথে ওয়েব কাস্টিং হয়েছিল

উপনির্বাচনে ১৮৯টি বুথে ওয়েব কাস্টিং, ৪৩টি বুথে ছিল মাইক্রো অবজার্ভার এবং সিসিটিভির ব্যবস্থা ছিল। আরও ৩০টি বুথে ভিডিয়োগ্রাফির ব্যবস্থা করা হয়। 

02 Nov 2021, 07:32:25 AM IST

বিধানসভা নির্বাচনে ২৩,৭০৯ ভোটে জিতেছিল তৃণমূল

এর আগে বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী চিত্ত প্রামাণিককে ২৩,৭০৯ ভোটে হারিয়ে দিয়েছিলেন জয়ন্ত নস্কর। পরে তিনি করোনায় মারা গেলে বিধায়কশূন্য হয় আশনটি। এর জেরেই উপনির্বাচন অনুষ্ঠিত হয় এখানে।

02 Nov 2021, 07:32:25 AM IST

জারি ১৪৪ ধারা

আর কিছুক্ষণেই ক্যানিং বঙ্কিম সর্দার কলেজে শুরু হবে ভোট গণনার কাজ। কলেজ চত্বরে মোতায়েন করা হয়েছে ৩০০ পুলিশ। অপ্রীতিকর ও বিশৃঙ্খলা এড়াতে গোসাবাতে জারি ১৪৪ ধারা।

02 Nov 2021, 07:32:25 AM IST

প্রার্থী ছিলেন কারা?

গোসাবা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়েছিলেন পলাশ রানা। তৃণমূল কংগ্রেস প্রার্থী করে সুব্রত মণ্ডলকে। আর বামফ্রন্ট প্রার্থী করে অনিলচন্দ্র মণ্ডলকে।

02 Nov 2021, 07:32:25 AM IST

তৃণমূলের কাছে ব্যবধান বাড়ানোর লড়াই

২০২১ সালের বিধানসভা নির্বাচনে গোসাবায় তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসাবে জয়ী হয়েছিলেন জয়ন্ত নস্কর। কিন্তু তিনিও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। তাই এখানে উপনির্বাচন হচ্ছে। এখানে লাভলি মৈত্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচার করে গিয়েছেন। তৃণমূলের গড় হিসেবে পরিচিত আসনের উপনির্বাচনে তৃণমূলের কাছে ব্যবধান বাড়ানোর লড়াই।

বাংলার মুখ খবর

Latest News

বাবর আজমের পদত্যাগের পরেই হঠাৎ করে অবসর ঘোষণা করলেন পাকিস্তানের ৩১ বছরের স্পিনার শনির রাহুর নক্ষত্রে গমন! অর্থ সম্পদ নাকি অশনিসংকেত, কীসের দিচ্ছে ইঙ্গিত জেনে নিন ভর্তি হতে পারছেন না রোগীরা, চিন্তায় দেবাংশু!'সিনিয়ররা কোথায়?' প্রশ্ন নেটিজেনের ‘ট্রোলের জন্য তৈরি…', বিচারের আগ আন্দোলনের মুখ লগ্নজিতা পুজোয় USA যাচ্ছেন, কেন? BJP, CPIM নয়, TMC বিধায়কের বিরুদ্ধে ‘চোর’ ‘গদ্দার’ স্লোগান উঠল TMCরই মিছিল থেকে ১ বা ২ না,১৬টি বনেদি পুজো নিয়ে মুর্শিদাবাদের এই গ্রাম হয়ে উঠেছে ‘দুর্গা গ্রাম’ পুজোর আগে মাথা ভর্তি চুল চান? ট্রাই করুন এই তিন তেল, হাতেনাতে পাবেন রেজাল্ট ভারতে সংখ্যালঘুদের উপর 'অত্যাচার বাড়ছে', দাবি মার্কিন সরকারের রিপোর্টে লুচি নরম হচ্ছে না কিছুতেই? অষ্টমীর আগেই জেনে নিন একে লোভনীয় বানানোর টিপস পানিহাটিতে ১০০ ফুট উঁচু নজরকাড়া মণ্ডপ, প্রশাসনের সায় নিয়ে দানা বাঁধছে বিতর্ক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.