গত ৩০ অক্টোম্বর গোসাবা উপনির্বাচনে ত্রিমুখী লড়াই দেখে সেখানকার মানুষ। তৃণমূলের গড় হিসেবে পরিচিত গোসাবায় নিজেদের ছাপ ফেলতে মড়িয়া ছিল বাম ও বিজেপি। বেশ কয়েকটি দ্বীপ নিয়ে গঠিত গোসাবা বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী করে ভূমিপুত্র সুব্রত মণ্ডলকে। বিজেপি প্রার্থী করে পলাশ রানাকে। অপরদিকে বামজোটের হয়ে আরএসপি প্রার্থী অনিলচন্দ্র মণ্ডল লড়াই করেন এই উপনির্বাচনে। কংগ্রেস এই কেন্দ্রের বামজোটকে সমর্থন জানিয়ে কোনও প্রার্থী দেয়নি।
গণনা শেষে ১ লাখ ৪৩ হাজারে জয় তৃণমূলের
গণনা শেষে দেখা যায় গোসাবায় ১ লাখ ৪৩ হাজারে জয় তৃণমূলের। তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল ১ লক্ষ ৬১ হাজার ৪৭৪ ভোট পান। বিজেপির প্রার্থী পান মাত্র ১৮ হাজার ভোট। তৃতীয় স্থানে থাকা বাম প্রার্থীর ঝুলিতে যায় মাত্র ৩ হাজার ভোট।
গোসাবায় রেকর্ড জয় তৃণমূলের
গোসাবায় রেকর্ড ১ লাখ ৪১ হাজারেরও বেশি ভোটে জয় তৃণমূলের প্রার্থী সুব্রত মণ্ডলের।
১ লক্ষ ৩৩ হাজার ভোটে এগিয়ে তৃণমূল
১৫ রাউন্ড শেষে ১ লক্ষ ৩৩ হাজার ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল।
তিন রাউন্ড ভোট গণনা বাকি
১ লক্ষ ১৭ হাজার ৩৬ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল। আর তিন রাউন্ড ভোট গণনা বাকি এই কেন্দ্রে।
১ লক্ষ ৭ হাজার ভোটে এগিয়ে সুব্রত
১ লক্ষ ৭ হাজার ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল।
৯৮ হাজার ভোটে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী
৯৮ হাজার ভোটে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল।
৯০ হাজার ৫ ভোটে এগিয়ে তৃণমূল
১০ম রাউন্ড শেষে গোসাবায় ৯০ হাজার ৫ ভোটে এগিয়ে যান তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল।
৮২ হাজার ৩৮৭ ভোটে এগিয়ে তৃণমূল
নবম রাউন্ড শেষে ৮২ হাজার ৩৮৭ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল।
গোসাবায় ৭৬ হাজার ভোটে এগিয়ে গেল তৃণমূল
গোসাবায় ৭৬ হাজার ৯৩৯ ভোটে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল।
৯০ শতাংশেরও বেশি ভোট তৃণমূলের ঝুলিতে
গোসাবায় প্রায় ৬৮ হাজার ভোটে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল। সেখানে ৯০ শতাংশেরও বেশি ভোট গিয়েছে ঘাসফুল শিবিরের ঝুলিতে।
তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল পেয়েছেন ৫৫৫৬৪ ভোট
পঞ্চম রাউন্ড গননার পর তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল পেয়েছেন ৫৫৫৬৪ ভোট। বিজেপি প্রার্থী পেয়েছেন ৩৭৯১ ভোট। আরএসপি প্রার্থী পান ৯২২ ভোট। তৃণমূল প্রার্থী এগিয়ে ৫১৭৭৩ ভোটে এগিয়ে।
৫১ হাজার ভোটে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী
পঞ্চম রাউন্ড শেষে গোসাবায় ৫১ হাজার ভোটে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল।
৪২ হাজার ৫৬৬ ভোটে এগিয়ে তৃণমূল
৪২ হাজার ৫৬৬ ভোটে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল।
৯ হাজার ১০৩ ভোটে এগিয়ে তৃণমূলের সুব্রত মণ্ডল
প্রথম রাউন্ডের পর বিজেপি প্রার্থী পলাশ রানার থেকে ৯ হাজার ১০৩ ভোটে এগিয়ে তৃণমূলের সুব্রত মণ্ডল।
১৬ রাউন্ড গণনা
গোসাবা বিধানসভার ১৬টি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মোট ৩৩০টি বুথে ভোটগ্রহণ করা হয়। সেই মতো ২৫টি টেবলে ১৬ রাউন্ড গণনা হবে।
১৮৯টি বুথে ওয়েব কাস্টিং হয়েছিল
উপনির্বাচনে ১৮৯টি বুথে ওয়েব কাস্টিং, ৪৩টি বুথে ছিল মাইক্রো অবজার্ভার এবং সিসিটিভির ব্যবস্থা ছিল। আরও ৩০টি বুথে ভিডিয়োগ্রাফির ব্যবস্থা করা হয়।
বিধানসভা নির্বাচনে ২৩,৭০৯ ভোটে জিতেছিল তৃণমূল
এর আগে বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী চিত্ত প্রামাণিককে ২৩,৭০৯ ভোটে হারিয়ে দিয়েছিলেন জয়ন্ত নস্কর। পরে তিনি করোনায় মারা গেলে বিধায়কশূন্য হয় আশনটি। এর জেরেই উপনির্বাচন অনুষ্ঠিত হয় এখানে।
জারি ১৪৪ ধারা
আর কিছুক্ষণেই ক্যানিং বঙ্কিম সর্দার কলেজে শুরু হবে ভোট গণনার কাজ। কলেজ চত্বরে মোতায়েন করা হয়েছে ৩০০ পুলিশ। অপ্রীতিকর ও বিশৃঙ্খলা এড়াতে গোসাবাতে জারি ১৪৪ ধারা।
প্রার্থী ছিলেন কারা?
গোসাবা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়েছিলেন পলাশ রানা। তৃণমূল কংগ্রেস প্রার্থী করে সুব্রত মণ্ডলকে। আর বামফ্রন্ট প্রার্থী করে অনিলচন্দ্র মণ্ডলকে।
তৃণমূলের কাছে ব্যবধান বাড়ানোর লড়াই
২০২১ সালের বিধানসভা নির্বাচনে গোসাবায় তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসাবে জয়ী হয়েছিলেন জয়ন্ত নস্কর। কিন্তু তিনিও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। তাই এখানে উপনির্বাচন হচ্ছে। এখানে লাভলি মৈত্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচার করে গিয়েছেন। তৃণমূলের গড় হিসেবে পরিচিত আসনের উপনির্বাচনে তৃণমূলের কাছে ব্যবধান বাড়ানোর লড়াই।