আজ সকাল ৯টায় চলতি বছরের মাধ্যমিকের ফলপ্রকাশ হতে চলেছে। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, এবছর কোনও মেধাতালিকা প্রকাশ হবে না। সকাল ১০টার পর থেকে পর্ষদের ওয়েবসাইট থেকে ফলাফল জানা যাবে। ওয়েবসাইটে নিজের রেজিস্ট্রেশন নম্বর ও জন্ম তারিখ দিলে ফলাফল দেখা যাবে। পাশাপাশি মোবাইল অ্যাপ ও এসএমএস-এর মাধ্যমেও জানা যাবে ফলাফল।
ভৌত বিজ্ঞানে ৯০+ পেয়েছে ৫০ হাজার পড়ুয়া
ভৌত বিজ্ঞানে ৯০ থেকে ১০০-এর মধ্যে পেয়েছে ৫০,৮৫৪ জন।
জীবন বিজ্ঞানে ৯০+ পেয়েছে ৭৭ হাজার
জীবন বিজ্ঞানে ৯০ থেকে ১০০-এর মধ্যে পেয়েছে ৭৭,১২০ জন।
সব থেকে ভালো ফল ভূগোলে
ভূগোলে ৯০ থেকে ১০০-এর মধ্যে পেয়েছে ৮৩,২৮৯ জন।
সার্বিক ভাবে ইতিহাসে কেমন ফল?
ইতিহাসে ৯০ থেকে ১০০-এর মধ্যে পেয়েছে ৭৪,৮৬০ জন।
অঙ্কের ফল কেমন?
অঙ্কে ৯০ থেকে ১০০-এর মধ্যে পেয়েছে ৪৮,২২৭ জন।
দ্বিতীয় ভাষায় ৯০+ পেয়েছে ৬৬ হাজার
দ্বিতীয় ভাষায় ৯০ থেকে ১০০ নম্বরের মধ্যে পেয়েছে ৬৬,৯০৩ জন।
প্রথম ভাষায় ৯০+ পেয়েছে ৭৮ হাজার
প্রথম ভাষায় ৯০ থেকে ১০০-এর মধ্যে পেয়েছে ৭৮,৩৭৬ জন।
পড়ুয়াদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
মাধ্যমিকের ফল প্রকাশ হতেই পড়ুয়াদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রথম দশে হাজারের বেশি পড়ুয়া
মেধা তালিকা ছাড়া প্রকাশ হয়েছে মাধ্যমিকের ফল। তবে জানা গিয়েছে, প্রথম দশে রয়েছে হাজারের বেশি পড়ুয়া। সর্বোচ্চ ৬৯৭ যে ৭৯ জন পেয়েছিল তা জানিয়েছিলেন পর্ষদ সভাপতি নিজেই।
সব রেকর্ড ভেঙেছে এবার
প্রথম বিভাগে উত্তীর্ণ ৯০ শতাংশ।
মাধ্যমিকের মার্কশিট মিলবে কবে?
আজই সকাল ১০টা থেকে কোভিড বিধি মেনে পর্ষদের ৪৯টি বিতরণ কেন্দ্র থেকে স্কুলগুলিকে মাধ্যমিকের মার্কশিট দেওয়া হবে।
ফলাফল জানতে কী করবেন?
ওয়েবসাইটে রেজিস্ট্রেশন নম্বর ও জন্ম-তারিখ দিয়ে ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।
কোন ওয়েবসাইট থেকে মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখা যাবে?
মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট wbbse.org, wbresults.nic.in-সহ বিভিন্ন ওয়েবসাইট থেকে ফল দেখা যাচ্ছে।
মমতা-ব্রাত্যকে ধন্যবাদ পর্ষদ সভাপতির
পর্ষদ সভাপতি বলেন, ‘এই বছর একটি ব্যতিক্রমী বছর, সহযোগিতার জন্য ধন্যবাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুকে।’
পরীক্ষায় বসার সুযোগ রয়েছে
কল্যাণময়বাবু জানান, তবে ফলে সন্তুষ্ট না হলে পরীক্ষায় বসার সুযোগ রয়েছে।
মেধাবী ছাত্র ছাত্রীদেরই বেশি নম্বর পাওয়ার সুযোগ
যেভাবে মূল্যায়ন হয়েছে তাতে মেধাবী ছাত্র ছাত্রীদেরই বেশি নম্বর পাওয়ার সুযোগ থাকছে, জানালেন কল্যাণময়।
ছাত্রের থেকে ছাত্রীর সংখ্যা বেশি
মাধ্যমিকের ফর্ম জমা করেছিল ১০,৭৯,৭৪৯ জন পড়ুয়া। ছাত্রের সংখ্যা ৪,৬৮,৮৫০। ছাত্রীর সংখ্যা ৬,১৩,৮৪৯।
কোথায় দেখা যাবে ফল?
ফল জানতে ক্লিক করুন এই ওয়েবসাইটগুলিতে - www.wbbse.wb.gov.in, https://wbresults.nic.in, www.exametic.com
সর্বোচ্চ নম্বর - ৬৯৭
সর্বোচ্চ ৬৯৭ নম্বর পেয়েছে ৭৯ জন পরীক্ষার্থী, জানালেন মধ্যশিক্ষা পর্ষদ
এবার ১০০ শতাংশ পড়ুয়া পাশ করেছে
চলতি শিক্ষাবর্ষে মাধ্যমিকের ফর্ম ভরা সব পড়ুয়া পাশ করেছে।
গত শিক্ষাবর্ষে ৮৫ শতাংশের বেশি পাশ করেছিলেন
গতবছর পাশের হারে রেকর্ড হয়েছিল। সেই রেকর্ড ভাঙল এবার। গত শিক্ষাবর্ষে ৮৫ শতাংশের ওপরে পড়ুয়া মাধ্যমিক পাস করেছিল।
১০ লক্ষ ৭৯ হাজার পড়ুয়ার ভাগ্য নির্ধারণ
১০ লক্ষ ৭৯ হাজারের বেশি পড়ুয়া ফর্ম ফিলা আপ করেছিল মাধ্যমিক পরিক্ষার।
ফের পরীক্ষা দেওয়ার সুযোগ
ফলাফলে সন্তুষ্ট না হলে ফের পরীক্ষা দেওয়ার সুযোগ মিলবে।
স্কুলগুলিকে মার্কশিট বিলি করবে পর্ষদ
আজ স্কুলগুলিকে ৪৯টি ক্যাম্প অফিস থেকে মার্কশিট বিলি করবে পর্ষদ।
শুধুমাত্র অভিভাবকদের হাতে মার্কশিট
করোনা বিধি মেনে, স্কুল থেকে মার্কশিট দেওয়া হবে শুধুমাত্র অভিভাবকদের হাতে।
ফল ঘোষণা করছেন পর্ষদ সভাপতি
ফল ঘোষণা করছেন পর্ষদ সভাপতি কল্যাণময় বন্দ্যোপাধ্যায়।
অ্যাপের মাধ্যমে ফল
Google Play অথবা www.results.shiksha থেকে 'Madhyamik Result 2021' অ্যাপ ডাউনলোড করেও ফল প্রকাশ হতে পারে।
কীভাবে মাধ্যমিকের রেজাল্ট দেখতে হবে?
১) wbresults.nic.in বা www.wbbse.wb.gov.in সাইটে যেতে হবে।
২) 'WBBSE class 10 results' লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) নিজের রোল নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে।
৪) 'Submit'-এ ক্লিক করতে হবে।
৪) স্ক্রিনে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখাবে।
৫) ভবিষ্যতের জন্য তা ডাউনলোড করে রাখা ভালো।
কোন কোন ওয়েবসাইট থেকে ফলাফল জানা যাবে?
১) www.wbbse.wb.gov.in
২) wbresults.nic.in
৩) www.exametc.com
৪) www.indiaresults.com
৫) www.results.shiksha
বিকল্প মূল্যান পদ্ধতি
নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফল ও দশম শ্রেণির ইন্টারনাল পরীক্ষার ফল থেকে পঞ্চাশ শতাংশ করে নিয়ে মাধ্যমিকের ফলাফল তৈরি করা হয়েছে।
ফের পরীক্ষা দেওয়া যাবে
এই মূল্যায়নে যদি কোনও ছাত্র-ছাত্রী অসন্তুষ্ট হয়, তাহলে পরিস্থিতি স্বাভাবিক হলে ফের পরীক্ষা দিতে পারবে সে।
মেধাতালিকা প্রকাশ করা হবে না
মধ্যশিক্ষা পর্ষদের তরফে আগেই জানানো হয়েছিল যে এই বছর কোনও মেধাতালিকা প্রকাশ করা হবে না।
SMS-এর মাধ্যমেও জানা যাবে ফল
পাশাপাশি মোবাইল অ্যাপ ও এসএমএস-এর মাধ্যমেও জানা যাবে ফলাফল।
ফল দেখতে লাগবে কোন তথ্য?
ওয়েবসাইটে নিজের রেজিস্ট্রেশন নম্বর ও জন্ম তারিখ দিলে ফলাফল দেখা যাবে।
কখন থেকে ওয়েবসাইটে দেখা যাবে ফল?
সকাল ১০টা থেকেই ওয়েবসাইটে দেখা যাবে এ বছরের ফলাফল
কীসের ভিত্তিতে মূল্যায়ন?
নবম এবং দশম শ্রেণির ফলাফলের উপর ভিত্তি করে মাধ্যমিকের ফলাফল ঘোষণা করবে পর্ষদ।
৯টার সময় ফল প্রকাশ
মঙ্গলবার সকাল ৯টার সময় ফল প্রকাশ হবে
কোথায় জানবেন ফল?
এই ওয়েবসাইটগুলির মাধ্যমে জানা যাবে ফল : www.wbbse.wb.gov.in, www.wbresults.nic.in, www.exametc.com
বিকল্প মূল্যায়নের ভিত্তিতে ফল
আজ বিকল্প মূল্যায়নের ভিত্তিতে প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল।