বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Murshidabad: মুর্শিদাবাদে ডাইনি অপবাদে নির্যাতনের ঘটনায় দুয়ারে সরকার করল প্রশাসন

Murshidabad: মুর্শিদাবাদে ডাইনি অপবাদে নির্যাতনের ঘটনায় দুয়ারে সরকার করল প্রশাসন

দুয়ারে সরকার শিবির। (ছবিটি প্রতীকী, সৌজন্য এএনআই)

বুধবারের ঘটনার পরেই এলাকায় দুয়ারে সরকারের আশ্বাস দিয়েছিলেন বিডিও। সেইমতোই সেখানে দুয়ারে সরকারের শিবির এবং স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন খোদ এসডিও, বিডিও এবং পুলিশের অন্যান্য আধিকারিকরা।

গত বুধবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানা এলাকার মথুরাপুরে ডাইনি অপবাদে সালিশি সভায় মারধর করা হয়েছিল ৬ গ্রামবাসীকে। শুধু মারধরই করা হয়নি, খাওয়ানো হয়েছিল মানুষের মল মূত্র। এই অপমান সইতে না পেরে আত্মঘাতী হয়েছিলেন একজন। সেই ঘটনার পরেই মানুষকে সচেতন করতে মথুরাপুরের সাঁওতালপাড়া গ্রামে দুয়ারে সরকারের শিবির এবং স্বাস্থ্য শিবির করল রাজ্য সরকার। এলাকার একটি ডিএলএড কলেজে দুয়ারে সরকার শিবির এবং স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়।

বুধবারের ঘটনার পরেই এলাকায় দুয়ারে সরকারের আশ্বাস দিয়েছিলেন বিডিও। সেইমতোই সেখানে দুয়ারে সরকারের শিবির এবং স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন খোদ এসডিও, বিডিও এবং পুলিশের অন্যান্য আধিকারিকরা। বিডিও আবু তৈয়ব জানান, মথুরাপুর গ্রামে ৭০ টি আদিবাসী পরিবার রয়েছে। শিবিরের আয়োজন করে সেখানে আদিবাসীদের স্বাস্থ্য সাথী কার্ড, রেশন কার্ড, খাদ্য সাথী-সহ অন্যান্য সরকারি সুবিধা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে কুসংস্কার নিয়ে মানুষকে সচেতন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়ার পরে সেখানে আদিবাসীদের উপচে পড়া ভিড় দেখা যায়। প্রশাসনের এই উদ্যোগে খুশি আদিবাসীরা।

উল্লেখ্য, দিন কয়েক আগে গ্রামের এক শিশু কন্যা অসুস্থ হয়ে পড়ে। এক ওঝা এসে চিকিৎসা করলে ওই শিশু কন্যার মৃত্যু হয়। পরে গ্রামে সালিশি সভা বসে। সেখানে শিশুকন্যার মৃত্যুর জন্য গ্রামের এক মহিলা, পুরুষ এবং দুই শিশু কন্যা সহ ৬ জনকে দায়ী করা হয়। এরপর সভায় তাদের বেধড়ক মারধর করা হয়। তারপরে মানুষের মল মূত্র জোর করে তাদের খাওয়ানো হয়। ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই তদন্ত শুরু করে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। ঘটনাস্থলে যান রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লকের বিডিও আবু তৈয়ব। এই ঘটনার জন্য কুসংস্কারকে দায়ী করে বিডিও সেখানে শিবির করার আশ্বাস

বন্ধ করুন