গরু পাচারকাণ্ডে সম্প্রতি তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। তারই মধ্যে এবার গরু চোর সন্দেহে এক যুবককে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল। জ্বালিয়ে দেওয়া হল গাড়ি। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুর থানার অন্তর্গত পাকুড়িয়া এলাকায়। পুলিশ গিয়ে আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে।
ডাক পার্সেল লেখা কন্টেনারের আড়ালে বাংলাদেশে গরু পাচারের চেষ্টা! ধৃত ২
স্থানীয়দের অভিযোগ, গত কয়েকদিন ধরে এলাকা থেকে গরু চুরি হয়ে যাচ্ছে।ডোমজুড়ের ৬ নম্বর জাতীয় সড়কের পাকুরিয়া লক্ষণপুরের কাছে রাস্তার ধার থেকে বেশ কয়েকটি গরু চুরি হয়েছে। আজ ভোররাতে একটি ছোট ম্যাটাডোর নিয়ে এসে কয়েকজন দুষ্কৃতীকে গরু চুরি করতে দেখেন স্থানীয়রা। এরপরেই তাদের মধ্যে একজন স্থানীয়দের হাতে ধরা পড়ে যায়। ঘটনায় গরু চুরির অপরাধে ওই ব্যক্তিকে মারধর করতে শুরু করেন স্থানীয়রা। ল্যাম্পপোস্টে বেঁধে তাকে মারধর করা হয় বলে অভিযোগ। এমনকিগরু চুরি করতে আসা ম্যাটাডোরে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় ডোমজুড় থানার পুলিশ।
তবে এই ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা। যে গাড়ি করে দুষ্কৃতীরা গরু চুরি করতে এসেছিল সেই গাড়িটিকে উত্তেজিত জনতা পুড়িয়ে দেওয়ার পরে গাড়িটি অন্যত্র সরিয়ে নিয়ে যায় পুলিশ। ঘটনাস্থলে মোতায়েন করা হয় রয়েছে ডোমজুড় থানার পুলিশ ও র্যাফ। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। যদিও গরু চুরির অভিযোগ অস্বীকার করেছে এই ব্যক্তি। সত্যি সত্যিই তারা গরু চুরির সঙ্গে যুক্ত ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।