হুগলির উত্তরপাড়ার মাখলায় যুবককে পিটিয়ে খুনের ঘটনাই এবার অপরাধীদের শাস্তির দাবি জানালেন স্থানীয় বাসিন্দারা। এই দাবিতে তাঁরা পথ অবরোধ করলেন। পাশাপাশি অভিযুক্তদের দ্রুত গ্রেফতারির দাবিতে মোমবাতি জ্বালিয়ে রাস্তায় বসে প্রতিবাদ জানান এলাকার মানুষজন। তাঁদের দাবি, অবিলম্বে এই ঘটনায় যারা বাকি অভিযুক্ত রয়েছে, তাদের গ্রেফতার করতে হবে।
যুবক খুনে পুরসভার ভাইস চেয়ারম্যানের পদত্যাগের দাবি, পথ অবরোধ বিজেপির
দশমীর রাতে কয়েকজন দুষ্কৃতী রোহিত ঝাঁ নামে একাকার এক যুবকের উপর চড়াও হয়। তারা তাঁকে ব্যাপক মারধর করে। পরে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তাঁর মৃত্যু হয়। সেই ঘটনায় ইতিমধ্যেই দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ।
তবে স্থানীয়দের অভিযোগ, এই ঘটনায় আরও অনেক অভিযুক্ত রয়েছে। তাদের সবাইকে গ্রেফতার করা হয়নি। শুধুমাত্র ধামাচাপা দেওয়ার জন্যই দু'জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে বিজেপি এই ঘটনায় গ্রেফতারির দাবিতে পথ অবরোধ করেছিল। তাদের দাবি ছিল, তৃণমূলের মদতেই এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে দুষ্কৃতীরা। রোহিত ঝাঁ'কে খুনের ঘটনায় তৃণমূলের মদত রয়েছে বলে সরাসরি অভিযোগ করেছিল বিজেপি।
দ্রুত অপরাধীদের গ্রেফতারির দাবিতে সোমবার সন্ধ্যায় মাখলা মাকালতলা টিএন মুখার্জি রোড অবরোধ করেন স্থানীয় মানুষজন। এর জেরে এলাকায় ব্যাপক যানজট দেখা দেয়। দ্রুত বাকিদের গ্রেফতার করা না হলে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে তার হুঁশিয়ারি দিয়েছেন। পরে পুলিশ গিয়ে অবরোধ উঠিয়ে দেয়। চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি ঘটনার পরেই জানিয়েছিলেন অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।