নিত্যদিন ট্রেন লেট। আর তার জেরে গন্তব্যে যেতে দেরি হচ্ছে যাত্রীদের বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে বারাসত–বনগাঁ শাখায় দেরিতে চলছে লোকাল ট্রেন বলে উঠেছে অভিযোগ। এমনিতেই লোকাল ট্রেন নিয়ে বিস্তর অভিযোগ আছে যাত্রীদের। তার মধ্যে দেরি যোগ হলে সেটা অন্যমাত্রা যোগ করে। গতকাল শনিবার এই অভিযোগ তুলেছেন নিত্যযাত্রীরা। অফিসটাইমে যদি ট্রেন লেট করে তাহলে সমস্যা বাড়বেই। ট্রেনগুলি প্রায় ২০ মিনিট দেরিতে চলছিল বলে অভিযোগ যাত্রীদের। আজ, রবিবার আবার ঘুটিয়ারি শরিফ স্টেশনে আগুন লেগে যায়। তবে দেরি নিয়ে পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, রক্ষণাবেক্ষণের কাজের জন্য এই সমস্যা হচ্ছে।
কিন্তু রক্ষণাবেক্ষণের কাজের জন্য ট্রেন দেরিতে চলছে এটা কর্মস্থলে কেউ শুনবে না। তাই দেরি নিয়ে ক্ষোভ বাড়ছে নিত্যযাত্রীদের মধ্যে। অন্যান্য দিন মধ্যমগ্রাম স্টেশন দিয়ে কয়েকটি শিয়ালদামুখী ট্রেন ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে চালানো হয়। কিন্তু শনিবার শিয়ালদামুখী ট্রেনগুলি ২ নম্বর স্টেশন দিয়ে চালানো হচ্ছিল। তাতে আরও সমস্যা দেখা দেয়। এমন সিদ্ধান্তের জেরেই ট্রেন লেট হচ্ছে বলে আশঙ্কা যাত্রীদের। মধ্যমগ্রাম স্টেশন থেকে শিয়ালদা যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন যাত্রী পিয়ালি রায়। তিনি বলেন, ‘আমার ট্রেন প্রায় ২০ মিনিট লেট। এখন বিস্তর সমস্যার মুখোমুখি হতে হবে। যা ভাবিনি।’
আরও পড়ুন: ক্যাগের রিপোর্টে দুর্নীতির অভিযোগ, সরকারি হাসপাতালগুলিকে নিয়ে বিস্ফোরক তথ্য
ট্রেন লেটের ফলে শুধু অফিস নয়, জরুরি কাজ নিয়ে বের হওয়া বহু মানুষ সময়ে গন্তব্যে পৌঁছতে পারেননি। তাই রেল কর্তপক্ষের উপর ক্ষোভ উগড়ে দেন তাঁরা। অপর যাত্রী সুকুমার মজুমদারের অভিযোগ, ‘ট্রেন লেটের ঘটনা এখন নিত্যনৈমিত্তিক হয়ে দাঁড়াচ্ছে। যদি কোনও কাজ থাকে সেটা রাতে করা উচিত। তাহলে সাধারণ মানুষকে পথে বেরিয়ে বিস্তর সমস্যায় পড়তে হয় না। আমরা প্রায়ই এই লেট সমস্যার মুখোমুখি হচ্ছি। রেলের পক্ষ থেকে কোনও সদর্থক পদক্ষেপ নেওয়া হচ্ছে না। শুধু একটা অজুহাত দিয়ে দায় এড়িয়ে যাচ্ছে।’
বারাসত–বনগাঁ শাখায় প্রত্যেকদিন ট্রেন লেট করার জেরে কলেজের ছাত্রছাত্রীরা সঠিক সময়ে গন্তব্যে পৌঁছতে পারছেন না। সব মিলিয়ে একটা প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়েছে রেলে। এই সমস্যার কথা কানে পৌঁছেছে রেল কর্তাদেরও। তাই যাত্রীদের এই অভিযোগ নিয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্রের কথায়, ‘এই লাইনে সিগন্যালিং সংক্রান্ত কোনও সমস্যা নেই। ট্রেন সামান্য লেটে চলছে ঠিকই। তার কারণ রক্ষণাবেক্ষণের কাজের জন্য। সেটা আজকের মধ্যেই মিটে যাবে। রবিবার থেকেই স্বাভাবিক সময়েই চলবে লোকাল ট্রেন।’