সপ্তাহের প্রথম দিন সোমবার। আর সেই সোমবার রাতে হাওড়া বর্ধমান মেইন লাইনে ট্রেন চলাচলে মারাত্মক বিপত্তি। প্য়ান্টোগ্রাফ ভেঙে বড়সর সমস্যা। ব্যান্ডেল-কাটোয়া লাইনের বিভিন্ন স্টেশনেও একের পর এক ট্রেন দাঁড়িয়ে পড়ে। এদিকে চরম দুর্ভোগে পড়েন অফিস ফেরৎ যাত্রীরা। সূত্রের খবর, সোমবার সন্ধ্যায় আচমকাই ভদ্রেশ্বর স্টেশনের ডাউন লাইনে প্যান্টোগ্রাফ ভেঙে যায়। তার জেরে পরপর লাইনে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। আপ-ডাউন, রিভার্স লাইনে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। রেল সূত্রে খবর, সমস্যা মেটানোর চেষ্টা করা হচ্ছে। আপাতত আপ লাইনে ট্রেন চালানো শুরু হয়েছে। ডাউন লাইনে সমস্যা মেটানোর জন্য চেষ্টা করা হচ্ছে।
এদিকে হাওড়া বর্ধমান মেইন লাইন ধরে বহু মানুষ কলকাতায় অফিসে যান। আর সন্ধ্য়ায় অফিস থেকে ফেরার জন্য তাঁদের প্রবল তাড়া থাকে। মোটামুটি সন্ধ্যা ৬টা থেকে ৮টা পর্যন্ত ট্রেনগুলিতে অফিস ফেরৎ যাত্রীদের ভিড় থাকে। আর রাত আটটা নাগাদই বড় বিপত্তি। আচমকাই বিপত্তি ভদ্রেশ্বর স্টেশনে। প্যান্টোগ্রাফটি কীভাবে ভেঙে যায় তা খতিয়ে দেখা হচ্ছে। তবে দীর্ঘক্ষণ ধরে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।
এদিকে অনেকেই হাওড়া থেকে ব্যান্ডেল লোকালে বাড়ি ফেরার চেষ্টা করেন। সমস্যায় পড়ে যান তাঁরাও। মাঝপথেই আটকে যায় ট্রেন। মারাত্মক সমস্যায় পড়ে যান রেলযাত্রীরা। তবে রাতের দিকে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে।
তবে চলতি সপ্তাহের শেষে রবিবারও হাওড়া- বর্ধমান মেইন লাইনে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটবে। বর্ধমান- ব্যান্ডেল বর্ধমান রামপুরহাট ও বর্ধমান আসানসোলেও ট্রেন চলাচলে সমস্যা তৈরি হবে। আগাম জানানো হয়েছে।