বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Local Train Service disrupted: ঝড়বৃষ্টির জেরে ব্যাহত লোকাল ট্রেন চলাচল, চরম ভোগান্তি পোহাতে হল যাত্রীদের

Local Train Service disrupted: ঝড়বৃষ্টির জেরে ব্যাহত লোকাল ট্রেন চলাচল, চরম ভোগান্তি পোহাতে হল যাত্রীদের

বর্ধমান কাটোয়া লাইনে গতরাতে ট্রেন চলাচল ব্যাহত হয়েছিল ঝড়বষ্টির কারণে।

জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় পূর্ব বর্ধমানের মঙ্গলকোট এলাকায় প্রচণ্ড ঝড়বৃষ্টি হয়। এই ঝড়ের জন্যই বর্ধমান-কাটোয়া লাইনে নিগন স্টেশনের কাছে বিদ্যুতের ওভারহেডের তার ছিঁড়ে যায়। এর জন্য ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় সাময়িক ভাবে।

রবিবার বর্ধমান-কাটোয় লাইনে চরম দুর্ভোগ পোহাতে হল যাত্রীদের। ওভারহেডের তার ছিঁড়ে ট্রেন চলাচল ব্যাহত হয় এই লাইনে। এই বেশ রাত পর্যন্ত বর্ধমান স্টেশনে ট্রেন দাঁড়িয়ে ছিল বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় পূর্ব বর্ধমানের মঙ্গলকোট এলাকায় প্রচণ্ড ঝড়বৃষ্টি হয়। এই ঝড়ের জন্যই বর্ধমান-কাটোয়া লাইনে নিগন স্টেশনের কাছে বিদ্যুতের ওভারহেডের তার ছিঁড়ে যায়। এর জন্য ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় সাময়িক ভাবে। রাত সাড়ে ৮টার আপ ট্রেন নির্ধারিত সময়ের পরও বর্ধমান ছাড়তে পারেনি। এদিকে কাটোয়াগামী একটি লোকাল বলগনা স্টেশনে আটকে ছিল ববুক্ষণ। (আরও পড়ুন: বাংলার দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস ছুটবে কত গতিতে? কী পরিকল্পনা রেলের)

এদিকে আটকে পড়া যাত্রীরা এই পরিস্থিতিতে দিশাহীন হয়ে পড়েন। অনেকেই জানান, শেষ ট্রেনের সময় তাঁরা জানেন না। এই আবহে বাসে করেই গন্তব্যে পৌঁছতে উদ্যত হন অনেকে। এদিকে অভিযোগ, ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়ে স্টেশন ম্যানেজার কোনও তথ্য দিতে পারেননি যাত্রীদের। এর জেরে অনিশ্চয়তা বেড়েছে যাত্রীদের মধ্যে। অবশ্য ঘটনা প্রসঙ্গে পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, ঝড়ের জন্য প্যান্টগ্রাফ ক্ষতি গ্রস্ত হওয়ায় ট্রেন চলাচল বন্ধ। মেরামতের কাজ চালানো হচ্ছে।

আরও পড়ুন: 'এই তথ্য সঠিক হতে পারে না', সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ডিএ আন্দোলনকারীদের

এদিকে বেলানগর স্টেশনে কাজের জন্য হাওড়া-বর্ধমান কর্ড লাইনে রবিবার লোকাল ট্রেন চলেনি। উল্লেখ্য, হাওড়া-বর্ধমান কর্ড লাইনের বেলানগর স্টেশনে যে ইলেকট্রনিক ইন্টারলকিং আছে, সেটি পালটে ফেলা হয়েছে। সেজন্য শনিবার রাত ১২ টা ৩০ মিনিট থেকে রবিবার রাত ১১ টা ৩০ মিনিট পর্যন্ত বেলানগর স্টেশনে ট্র্যাফিক এবং পাওয়ার ব্লক ছিল। এর জন্য শনিবার মধ্যরাত থেকে রবিবার মধ্যরাত পর্যন্ত এই লাইনে বন্ধ ছিল ট্রেন চলাচল।

 

বন্ধ করুন