শিয়ালদা-বনগাঁ শাখায় ভোগান্তি পোহাতে হল যাত্রীদের। সিগন্যালিংয়ে সমস্যার জেরে প্রায় ১৫ থেকে ২০ মিনিট ট্রেন চলাচল বন্ধ থাকে এই শাখায়। ঘটনাটি ঘটে রবিবার রাত নাগাদ। গোবরডাঙা স্টেশনে সিগন্যালিংয়ের সমস্যা দেখা দিলে এই সমস্যা তৈরি হয়। এর জেরে বিভিন্ন স্টেশনে আটকে থাকে বিভিন্ন ট্রেন। পরে অবশ্য রেলকর্মীরা এসে সিগন্যালিংয়ের সমস্যা মেটালে ফের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
তবে এদিন ছুটির দিন হওয়ায় এবং মাত্র ১৫ মিনিটের মধ্যেই ফের ট্রেন চলাচল শুরু হয়ে যাওয়ায় শেষ পর্যন্ত বড় ধরনের কোনও সমস্যায় পড়তে হয়নি যাত্রীদের। রেল সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত সওয়া ৯টা নাগাদ শিয়ালদা-বনগাঁ শাখার গোবরডাঙা স্টেশনে সিগন্যাল ব্যবস্থায় সমস্যা দেখা দেয়। সিগন্যালিংয়ের সমস্যা হতেই স্টেশনে দাঁড়িয়ে পড়ে লোকাল ট্রেন। সমস্যার খবর জানতে পেরে দ্রুত গোবরডাঙা স্টেশনে যান রেলকর্মী ও ইঞ্জিনিয়াররা।
এদিকে শুধু গোবরডাঙা স্টেশনেই নয়, সিগন্যালিংয়ের সমস্যার জেরে পরপর স্টেশনে একাধিক লোকাল দাঁড়িয়ে পড়ে। প্রসঙ্গত, কিছুদিন আগেই অগ্নিপথ ইস্যুতে ঠাকুরনগর, ব্যারাকপুর স্টেশনে বিক্ষোভ-অবরোধের জেরে ট্রেন চলাচল ব্যাহত হয়েছিল। এই আবহে বেশ কিছুক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকায় আতঙ্কিত হন যাত্রীরা। তবে ১৫ মিনিট পর ফের ট্রেন চলাচল স্বাভাবিক হলে হাফ ছেড়ে বাঁচের তারা। এর জেরে বড় কোনও সমস্যাও হয়নি।