বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Trains Cancelled in Howrah-Barddhaman: ২ সেপ্টেম্বর পর্যন্ত বর্ধমান শাখায় বাতিল একাধিক লোকাল, পুরো যাবে না কয়েকটি ট্রেন

Trains Cancelled in Howrah-Barddhaman: ২ সেপ্টেম্বর পর্যন্ত বর্ধমান শাখায় বাতিল একাধিক লোকাল, পুরো যাবে না কয়েকটি ট্রেন

কাজের জন্য হাওড়া-বর্ধমান শাখার একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)

Local Trains Cancelled in Howrah to Barddhaman Section: আজ থেকে শুরু হচ্ছে কাজ। তার জেরে আজ থেকে আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত হাওড়া-বর্ধমান শাখায় বাতিল থাকবে একাধিক লোকাল ট্রেন। কয়েকটি ট্রেন পুরোটা যাবে না। কয়েকটি ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে।

রসুলপুর এবং শক্তিগড়ের মধ্যে তৃতীয় লাইনের কাজ চলবে। সেজন্য শুক্রবার (২৬ অগস্ট), শনিবার (২৭ অগস্ট), রবিবার (২৮ অগস্ট), মঙ্গলবার (৩০ অগস্ট), বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) এবং শুক্রবার (২ সেপ্টেম্বর) হাওড়া-বর্ধমান আপ ও ডাউন মেন লাইন এবং ডাউন কর্ড লাইনে ১২০ মিনিট থেকে ১৮০ মিনিট পর্যন্ত ট্র্যাফিক ও পাওয়ার ব্লক থাকবে। 

সেই পরিস্থিতিতে কয়েক জোড়া লোকাল ট্রেন বাতিল করেছে পূর্ব রেল। কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। কয়েকটি ট্রেনের আবার ছাড়ার সময়ের হেরফের করা হয়েছে। কবে ও কোন ট্রেন বাতিল থাকবে, কোন ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে এবং কবে ও কোন ট্রেনের সময়ের হেরফের হয়েছে, তা দেখে নিন -

বর্ধমান থেকে কোন কোন ট্রেন বাতিল থাকবে?

  • ২৬ অগস্ট, ২৭ অগস্ট, ৩০ অগস্ট এবং ১ সেপ্টেম্বর বাতিল থাকবে ৩৭৮৩৪ বর্ধমান-হাওড়া লোকাল (ভায়া মেন লাইন) এবং ৩৭৮৩৬ বর্ধমান-হাওড়া লোকাল (ভায়া মেন লাইন)।
  • ২৮ অগস্ট এবং ২ সেপ্টেম্বর বাতিল থাকবে ৩৬৮৩৬ বর্ধমান-হাওড়া লোকাল (ভায়া কর্ড লাইন), ৩৬৮৩৮ বর্ধমান-হাওড়া লোকাল (ভায়া কর্ড লাইন) এবং ৩৬৮৪০ বর্ধমান-হাওড়া লোকাল (ভায়া কর্ড লাইন)।

হাওড়া থেকে কোন কোন ট্রেন বাতিল থাকবে?

  • দু'দিন বাতিল থাকবে ৩৭৮২৩ হাওড়া-বর্ধমান লোকাল (ভায়া মেন লাইন)। আজ (২৬ অগস্ট) এবং শনিবার (২৭ অগস্ট) বাতিল থাকবে।
  • ২৮ অগস্ট এবং ২ সেপ্টেম্বর বাতিল থাকবে ৩৬৮২১ হাওড়া-বর্ধমান লোকাল (ভায়া কর্ড লাইন), ৩৬৮২৩ হাওড়া-বর্ধমান লোকাল (ভায়া কর্ড লাইন) এবং ৩৬৮২৫ হাওড়া-বর্ধমান লোকাল (ভায়া কর্ড লাইন)।
  • ৩০ অগস্ট এবং ১ সেপ্টেম্বর দুটি ট্রেন বাতিল থাকবে - ৩৭৮২৩ হাওড়া-বর্ধমান লোকাল (ভায়া মেন লাইন) এবং ৩৭৮২৫ হাওড়া-বর্ধমান লোকাল (ভায়া মেন লাইন)।

আরও পড়ুন: Order food from Train Through WhatsApp: এবার ট্রেন থেকে WhatsApp-এ করা যাবে খাবারের অর্ডার, কীভাবে করবেন?

কোন কোন ট্রেনের সময় পরিবর্তন হবে?

  • শনিবার (২৭ অগস্ট) সকাল ৭ টা ৫৫ মিনিটের পরিবর্তে সকাল ১০ টা ১৫ মিনিটে আজিমগঞ্জ থেকে ছাড়বে ১৩০২৮ ডাউন কবিগুরু এক্সপ্রেস।
  • শনিবার (২৭ অগস্ট) দুপুর ১ টা ৪০ মিনিটের পরিবর্তে দুপুর ২ টোয় বর্ধমান থেকে ছাড়বে ৩৭৮৩৮ বর্ধমান-হাওড়া লোকাল (ভায়া মেন লাইন)।

আরও পড়ুন: PIB Fact Check: দিল্লি-বারাণসী রুটে বুলেট ট্রেনের প্রস্তাব খারিজ? জানুন আসল সত্য

কোন কোন স্টেশনের যাত্রাপথ সংক্ষিপ্ত হবে?

  • ২৬ অগস্ট এবং ২৭ অগস্ট মেমারি পর্যন্ত যাবে ৩৭৮২৫ হাওড়া-বর্ধমান লোকাল (ভায়া মেন লাইন)। ফিরতি পথে বেলা ১২ টা ৫১ মিনিটে হাওড়ার উদ্দেশে রওনা দেবে।
  • আগামী মঙ্গলবার (৩০ অগস্ট) ৩১১৫১ শিয়ালদা-বর্ধমান লোকাল ব্যান্ডেল পর্যন্ত চলবে। ৩১১৫২ বর্ধমান-শিয়ালদা লোকাল ব্যান্ডেল থেকে ছাড়বে।
  • ১৩০১৫ আপ জামালপুর এক্সপ্রেসকে (যাত্রা শুরু ২৬ এবং ২৭ অগস্ট) মেমারি পর্যন্ত ৪০ মিনিটের জন্য নিয়ন্ত্রণ করা হবে।

বন্ধ করুন