বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > লাইনে দাঁড়িয়ে থাকাই সার, খিড়কি দিয়ে লোক ঢুকিয়ে টিকা দেওয়ার অভিযোগ ইসলামপুরে

লাইনে দাঁড়িয়ে থাকাই সার, খিড়কি দিয়ে লোক ঢুকিয়ে টিকা দেওয়ার অভিযোগ ইসলামপুরে

টিকা না পেয়ে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা। 

ভ্যাকসিনের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা শাহনাজ শেখ, রাজু দাস, জয় মোদকরা অভিযোগ করেন, কেউ রাত বারোটা থেকে কেউবা আবার ভোর তিনটে থেকে ভ্যাকসিন নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন।

দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও ভ্যাকসিন পাচ্ছেন না সাধারন মানুষ। অভিযোগ, স্বাস্থ্যকর্মীরা বাইরের লোক ঢুকিয়ে ভ্যাকসিন দিচ্ছেন। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। লাইনে দাঁড়িয়ে থাকা সাধারন মানুষের সাথে পুলিশের বচসা ও ধস্তাধস্তির ঘটনাও ঘটে। ইসলামপুর থানার পুলিশবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সোমবার কোভিড ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ডোজ দেওয়ার জন্য ভোর থেকে ইসলামপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে লাইনে দাঁড়িয়ে পড়েন সাধারণ মানুষ। কথা ছিল এদিন ১২০ জনকে ভ্যাকসিন প্রদান করা হবে। অভিযোগ, হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা বাইরের লোকেদের অবৈধভাবে লাইনে ঢুকিয়ে দিচ্ছেন। এর ফলে লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ টিকা না পেয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। অপেক্ষমান জনতার সঙ্গে স্বাস্থ্যকর্মীদের বচসা বেঁধে যায়। দায়িত্বে থাকা স্থানীয় পুলিশ কর্মীদের সাথেও বচসা ও ধস্তাধস্তি শুরু হয় হয় সাধারণ মানুষের। 

ভ্যাকসিনের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা শাহনাজ শেখ, রাজু দাস, জয় মোদকরা অভিযোগ করেন, কেউ রাত বারোটা থেকে কেউবা আবার ভোর তিনটে থেকে ভ্যাকসিন নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। অথচ হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা অবৈধভাবে বাইরের লোকজনকে লাইনে ঢুকিয়ে দিয়েছেন। ফলে আমরা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও ভ্যাকসিন নিতে পারলাম না। 

লাইনে অপেক্ষায় থাকা ব্যক্তিদের আর টিকা দেওয়া হবে না বলে জানাতেই উত্তেজনা ছড়ায়। বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। ইসলামপুর থানার পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

বাংলার মুখ খবর

Latest News

রাম নবমীর পরেই আসতে চলেছে হনুমান জয়ন্তী, জেনে নিন এই দিনের ধর্মীয় গুরুত্ব ফের চালু বাউড়িয়া-বজবজ ফেরি পরিষেবা, খুশি যাত্রীরা, বানের জলে ভেসে গিয়েছিল জেটি মেঘালয়ে CAA বিরোধী মিছিলের গণপিটুনিতে মৃত ২, প্রতিবাদে বিক্ষোভ কলকাতায় মান্ডিতে প্রচার শুরু কঙ্গনার, ‘সেবায় কোনও খামতি রাখব না’ দাবি বিজেপি প্রার্থীর লন্ডনে ‘হোপ গালা’র সঞ্চালনায় আলিয়া, যোগ দিলেন গুরিন্দর চাড্ডা এবং হর্ষদীপ কৌররা বিয়ের চর্চার মাঝে রোম্যান্সে মজে তাপসী, হাবুডুবু খাচ্ছেন প্রেমে! ফাঁস সিক্রেট সবুজে সবুজ, টলটলে পুকুর,ছবির মতো হবে কলকাতা,বেসরকারি সংস্থাকে বড় অনুরোধ পুরসভার বিয়ের পর প্রথম জন্মদিন, তবু অনুপম বলছেন নতুন বউ-এর সঙ্গে বিশেষ পরিকল্পনা নেই…! AIFF-এর অ্যাডমিন বিভাগের মহিলা কর্মীকে হেনস্থার অভিযোগ পুরুষ সহকর্মীর বিরুদ্ধে সরকারি শিক্ষকদের কপালে নাচছে শনি, কাটবে বেতন, দফতরের পদক্ষেপ সমর্থন মন্ত্রীর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.