বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > উঠল গো-ব্যাক স্লোগান, টুপি পরেও আনিসের বাড়িতে ঢোকা হল না ফিরহাদের

উঠল গো-ব্যাক স্লোগান, টুপি পরেও আনিসের বাড়িতে ঢোকা হল না ফিরহাদের

শুক্রবার বিকেলে আনিস খানের বাড়ির সামনে ফিরহাদ হাকিমের গাড়ি ঘিরে চলছে বিক্ষোভ। নিজস্ব চিত্র

শুক্রবার ছিল নিহত যুবক আনিস খানের ধর্মীয় স্মরণসভা। সেই আয়োজনে যোগ দিতে বিকেলে সেখানে পৌঁছন পুর ও পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম।

আনিসের ধর্মীয় স্মরণসভায় শুক্রবার ফের আমতার দক্ষিণ খাঁ পাড়ায় ছড়াল উত্তেজনা। নিহত ছাত্রনেতার স্মরণসভায় যোগ দিতে গিয়ে স্থানীয়দের ধাওয়া খেয়ে ফিরলেন রাজ্যের পুর ও পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। ফিরহাদের নিরাপত্তারক্ষীদের হাতে তাঁরা আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

শুক্রবার ছিল নিহত যুবক আনিস খানের ধর্মীয় স্মরণসভা। সেই আয়োজনে যোগ দিতে বিকেলে সেখানে পৌঁছন পুর ও পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম। সঙ্গে ছিলেন মন্ত্রী পুলক রায়। ফিরহাদের পরনে ছিল সাদা কুর্তা পায়জামা। সঙ্গে ধর্মীয় স্মরণসভায় প্রবেশের বিধি মেনে মাথায় ছিল সাদা টুপি। ধর্মপ্রাণ মুসলিম ফিরহাদ হাকিমকে সাধারণত এই পোশাকে দেখা যায় না।

এদিন ফিরহাদ গাড়ি থেকে নেমে আনিসদের বাড়ির দিকে কিছুটা এগোতেই তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। ফিরহাদকে ঘিরে ধরে ওঠে ‘গো ব্যাক’ স্লোগান। মুহূর্তে বদলে যায় স্মরণসভার শান্ত চেহারা। বিক্ষোভ শুরু হতেই মন্ত্রীকে ঘিরে ধরেন তাঁর নিরাপত্তারক্ষীরা। এর পর উলটো দিকে হাঁটতে শুরু করেন ফিরহাদ। গাড়িতে উঠে পড়েন তিনি। তখনও চলছিল গো ব্যাক স্লোগান। পরিস্থিতি বেগতিক দেখে গাড়ি ঘুরিয়ে ফিরে আসেন ফিরহাদ।

স্থানীয়দের প্রশ্ন, ৪২ দিন পর আনিসের কথা মনে পড়েছে ববিদার? এতদিন উনি কোথায় ছিলেন? আমাদের বিচার চাই। সিট তো ২ জন নীচুতলার পুলিশকর্মীকে গ্রেফতার করে দায় সেরেছে। আসল যারা মাথা তারা কোথায়?

কিন্তু কেন এভাবে তাড়িয়ে দিলেন রাজ্যের মন্ত্রীকে? জবাবে এক বিক্ষোভকারী বলেন, ওনাকে তো আমরা আমন্ত্রণ জানাইনি। আনিসের বাবাও জানাননি। তাহলে কেন উনি এসেছেন? আমাদের কোনও সাহায্য করেননি উনি।

 

বন্ধ করুন