বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > পঞ্চায়েত কর্মাধ্যক্ষ টাকা পেলেও টাকা পাননি ক্ষতিগ্রস্তরা, বিক্ষোভের মুখে তৃণমূল

পঞ্চায়েত কর্মাধ্যক্ষ টাকা পেলেও টাকা পাননি ক্ষতিগ্রস্তরা, বিক্ষোভের মুখে তৃণমূল

ফাইল ছবি।

স্থানীয়দের অভিযোগ, পঞ্চায়েতের পূর্ত কর্মাধ্যক্ষ আসের আলি অবস্থাপন্ন মানুষ। সরকারি স্কুলে শিক্ষকতা করেন তিনি। তাছাড়া ঝড়ে তাঁর বাড়ির তেমন কোনও ক্ষতিও হয়নি। অথচ আমফানের ক্ষতিপূরণের ২০,০০০ টাকার জন্য আবেদন করেছেন।

আমফানের ক্ষতিপূরণে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগে ফের বিক্ষোভ তৃণমূল নেতার বাড়ির সামনে। এবার উত্তর ২৪ পরগনার শাসনের দাদপুর। স্থানীয়দের অভিযোগ, যাদের ঘর ভেঙেছে তারা টাকা না-পেলেও টাকা ঢুকে গিয়েছে স্থানীয় পঞ্চায়েতে পূর্ত কর্মাধ্যক্ষ ও তাঁর আত্মীয়ের অ্যাকাউন্টে। এই অভিযোগে বৃহস্পতিবার পূর্ত কর্মাধ্যক্ষ আসের আলির বাড়ির সামনে বিক্ষোভ দেখান স্থানীয়রা। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। 

আমফানে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকদের ২০,০০০ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কিন্তু তা নিয়ে প্রথম থেকেই তৃণমূল নেতাদের বিরুদ্ধে উঠেছে দুর্নীতির অভিযোগ। একাধিক জায়গায় শাসকদলের নেতাদের বিরুদ্ধে ক্ষতিপূরণের টাকা আত্মসাতের অভিযোগে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয় মানুষ। এদিন তেমনই বিক্ষোভ আছড়ে পড়ল শাসনের দাদপুরে। 

স্থানীয়দের অভিযোগ, পঞ্চায়েতের পূর্ত কর্মাধ্যক্ষ আসের আলি অবস্থাপন্ন মানুষ। সরকারি স্কুলে শিক্ষকতা করেন তিনি। তাছাড়া ঝড়ে তাঁর বাড়ির তেমন কোনও ক্ষতিও হয়নি। অথচ আমফানের ক্ষতিপূরণের ২০,০০০ টাকার জন্য আবেদন করেছেন। সেই টাকা পেয়েও গিয়েছেন তিনি। ওদিকে যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত তারা এখনো টাকা পাননি। 

এই অভিযোগে আসের আলির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। তাদের দাবি, অবিলম্বে ক্ষতিপূরণের টাকা দিতে হবে ক্ষতিগ্রস্তদের। অভিযোগ অস্বীকার করেছেন আসের আলি। তিনি বলেন, আমার বাড়ির যথেষ্ট ক্ষতি হয়েছে। তাই ক্ষতিপূরণ নিয়েছি। তাঁর দাবি, বেশ কিছু ক্ষতিগ্রস্ত যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিয়েছেন তাতে সমস্যা রয়েছে। সেজন্য এখনো টাকা পৌঁছায়নি। তাড়াতাড়ি টাকা পৌঁছবে বলে আশ্বস্ত করেন তিনি। 

 

বাংলার মুখ খবর

Latest News

ওড়িশায় বাংলাদেশি বলে মারধর! ২০ পরিযায়ী শ্রমিককে উদ্ধার করলেন তৃণমূল সাংসদ ঠাকুরদা ছিলেন কংগ্রেস সভাপতি, দাদু সেনার ব্রিগেডিয়ার, আর মুখতার হয়েছিলেন 'ডন' মেয়েকে ২৫০কোটির বাংলো উপহার রণবীর-আলিয়ার, রাহা-ই বলিপাড়ার সবথেকে ধনী ‘স্টার কিড বহুবিবাহ আইনে ২য় স্ত্রী ও তাঁর আত্মীয়দের বিরুদ্ধে মামলা নয়: কর্ণাটক হাইকোর্ট 'নমো অ্যাপে একটা সেলফি তুলুন', হালকা চালে AI থেকে UPI নিয়ে আলোচনা মোদী-গেটসের ১৮ বছরে পা রাখল হৃতিকের বড় ছেলে, বিশেষ পার্টির আয়োজনে কী কী করলেন সুজান-সাবা সতীশ কৌশিক আর নেই, মুক্তি পেল 'পাটনা শুক্লা', বন্ধুকে নিয়ে আবেগতাড়িত সলমন মোদী নাকি মমতা, কে বড় 'একনায়ক'? বাউন্সারের সামনে পড়ে যা বললেন PK RCB vs KKR: আউট হওয়ার ভয়ে কুঁকড়ে থাকতেন, গতবারের ‘ব্যর্থতা’ নিয়ে অকপট রাসেল 'এটা করা যায় না… ৬ মাসে…', এই রাজ্যের সরকারি কর্মীদের পক্ষে বড় রায় আদালতের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.