বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Tiger Sighting Claim: পোষ্য ছাগলের উপর ঝাঁপিয়ে পড়ল হলুদ-কালো ডোরা? জঙ্গলমহলে ফিরল বাঘের আতঙ্ক

Tiger Sighting Claim: পোষ্য ছাগলের উপর ঝাঁপিয়ে পড়ল হলুদ-কালো ডোরা? জঙ্গলমহলে ফিরল বাঘের আতঙ্ক

প্রতীকী ছবি।

বেলপাহাড়ির বিডিও সমন ঘোষকে উদ্ধৃত করে সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে যে - বিডিও ‘শুনেছেন’ একটি ছাগলের মৃতদেহ পাওয়া গিয়েছে। তিনি বিষয়টি নিয়ে বন দফতরের সঙ্গে কথা বলবেন বলেও সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

বাংলার জঙ্গলমহলে আবারও ফিরল বাঘের আতঙ্ক। অনুমান করা হচ্ছে, সম্প্রতি ওডিশা থেকে ঝাড়খণ্ড হয়ে এ রাজ্যে ঢুকে পড়া বাঘিনি জিনতের টানেই একটি পুরুষ বাঘ ফের একবার বাংলার সীমানায় ঢুকে পড়েছে। যদিও বন দফতরের পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও তথ্য দেওয়া হয়নি।

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, শুক্রবার সক্কাল-সক্কাল বাঘের আনাগোনার সঙ্কেত পাওয়া যায় পুরুলিয়ার বান্দোয়ানের পাটকিটা ও রাইকা পাহাড়তলি এলাকায়।

স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই দিন সকালে সেখানে নাকি বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছে। এর বেশ কিছুক্ষণ পর, শুক্রবার দুপুরে ঝাড়গ্রামের বেলপাহাড়ি এলাকায় কেটকি ঝরনার জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারের দর্শন পাওয়া যায় বলে দাবি করেছেন স্থানীয় মানুষজন।

বাসিন্দাদের অভিযোগ, এক মহিলার চোখের সামনেই ছাগলের পালের উপর হামলা চালায় একটি বাঘ! স্থানীয় সূত্রের দাবি, অন্য়ান্য দিনের মতোই শুক্রবারও কেটকি ঝরনার জঙ্গলে ছাগলের পাল চড়াতে নিয়ে গিয়েছিলেন এলাকারই এক মহিলা। সেই সময়েই নাকি হামলার ঘটনাটি ঘটে।

ওই মহিলার দাবি, তিনি এই ঘটনায় অত্যন্ত ভয় পেয়ে যান এবং বাকি ছাগলগুলি নিয়ে কোনও মতে জঙ্গল থেকে গ্রামে ফিরে আসেন। পরবর্তীতে, একটি ছাগলের দেহাবশেষ উদ্ধার হয় বলেও জানা গিয়েছে।

কিন্তু, এই ঘটনাগুলি নিয়ে প্রশ্ন করা হলে পুরুলিয়া বা ঝাড়গ্রাম - দুই জেলাতেই বন দফতরের তরফ থেকে কিছু জানানো হয়নি। তবে, বেলপাহাড়ির বিডিও সমন ঘোষকে উদ্ধৃত করে সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে যে - বিডিও 'শুনেছেন' একটি ছাগলের মৃতদেহ পাওয়া গিয়েছে। তিনি বিষয়টি নিয়ে বন দফতরের সঙ্গে কথা বলবেন বলেও সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

এদিকে, বাঘ দেখতে পাওয়ার দাবি সামনে আসার পরই শুক্রবার বিকেলে ঝাড়গ্রামের কেটকি ঝরনার জঙ্গলে যান বন দফতরের কর্মী ও আধিকারিকরা। সেখানে তাঁরা বেশ কয়েকটি ট্র্যাপ ক্যামেরা লাগান। যদিও আগে থেকেই ওই এলাকায় বেশ কিছু ট্র্যাপ ক্যামেরা লাগানো ছিল।

একইভাবে, পুরুলিয়ার বান্দোয়ানেও নতুন করে আরও কিছু ট্র্যাপ ক্যামেরা লাগানো হয়েছে বন দফতরের পক্ষ থেকে। কর্তৃপক্ষের আশা, যদি এলাকায় নতুন করে কোনও বাঘ ঢোকে, তাহলে নিশ্চয় তার উপস্থিতি এই ট্র্যাপ ক্যামেরায়ে বন্দি হবে।

বন দফতর সূত্রে জানা গিয়েছে, যে পুরুষ বাঘটি নিয়ে নতুন করে তাদের মাথাব্যথা শুরু হয়েছে, সেটি এসেছে পালামৌয়ের জঙ্গল থেকে। এর আগে বেলপাহাড়ির ভুলাভেদা এবং বাঁশপাহাড়ি রেঞ্জে বেশ কয়েকবার তার পায়ের ছাপ পাওয়া গিয়েছে। কিন্তু, এই এলাকায় সে কখনও কোনও গবাদি পশুর উপর হামলা চালিয়েছে, এমন অভিযোগ কেউ করেননি।

কিন্তু, শুক্রবার ঝাড়গ্রামে অনভিপ্রেত সেই ঘটনাই ঘটেছে বলে দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। এই দাবি সত্যি হলে জঙ্গল লাগোয়া বসত এলাকার বাসিন্দাদের বিপদ বাড়বে। তাই বন দফতর সতর্ক রয়েছে।

তাদের ধারণা, এই পুরুষ বাঘটি খুব সম্ভবত ঝাড়খণ্ডের পূর্ব সিংভূমের কুকরু হয়ে বান্দোয়ানে ঢোকে। এটাই তার সম্ভাব্য করিডর।

বাংলার মুখ খবর

Latest News

চোরকে জেরা করে চোরাই গরুর হদিশ মিলল নেতার গোয়ালে! বড় অভিযানে পুলিশ, কোথায় ঘটল? চেম্বারেই খুন ‘হাতুড়ে’, এমন প্রতিষ্ঠান থেকে আসল ডাক্তারদের দূরে থাকতে বলল IMA রানের পাহাড় গড়ে RR-কে হারিয়ে পয়েন্ট টেবলের শীর্ষে SRH,ম্যাচ হেরে KK-এর হাল কী? কানাডায় আগাম নির্বাচনের ঘোষণা PM কার্নির, আর ক'দিন পরই ভোট জোড়া খেতাব রুতুরাজের, চিপকে ম্যাচের সেরা কে?- পুরস্কার তালিকা ও প্রাইজ মানি দোকান খোলার মুহূর্তে ওষুধ ব্যবসায়ীর বুকে গুলি! মাদক-প্রতিবাদের জের? পুলিশ বলছে.. ৪৩-এও কী ক্ষিপ্রতা! ০.১২ সেকেন্ড সূর্যকুমারের স্টাম্প উড়িয়ে দিলেন ধোনি- ভিডিয়ো উজ্জ্বল ত্বক চান? এই ৬টি ফল রোজ খান বেশি করে চিংড়ির পদ দিয়ে ভাত মেখে তৃপ্তির মধ্যাহ্নভোজ, তারপরই মৃত্যু কিশোরের! ম্যাচ জেতানো শতরানে ইশান একাই জেতেন চারটি পুরস্কার, কে কত টাকা পকেটে পুরলেন?

IPL 2025 News in Bangla

জোড়া খেতাব রুতুরাজের, চিপকে ম্যাচের সেরা কে?- পুরস্কার তালিকা ও প্রাইজ মানি ৪৩-এও কী ক্ষিপ্রতা! ০.১২ সেকেন্ড সূর্যকুমারের স্টাম্প উড়িয়ে দিলেন ধোনি- ভিডিয়ো ম্যাচ জেতানো শতরানে ইশান একাই জেতেন চারটি পুরস্কার, কে কত টাকা পকেটে পুরলেন? অনেক বেশি স্বাধীনতা পাওয়া যায়… IPL-এ প্রথম সেঞ্চুরি হাঁকিয়েই MI-কে ঠুকলেন ইশান ‘বাঙালিরাই যদি…’! আইপিএল উদ্বোধনে বাংলায় গান গাইলেন না শ্রেয়া, আক্ষেপ চিরঞ্জিতের আইপিএল ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখের সঞ্চালনা নিয়ে বিরক্ত একাংশ IPL-এ নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড করল RR, তবু SRH-এর কাছে ৪৪ রানে হার সঞ্জুদের পিচে স্পিন না হলে,রাসেল কীভাবে আউট হলেন?রাহানেকে পালটা জবাব ইডেনের পিচ কিউরেটরের শতরান করে আগ্রাসী সেলিব্রেশন ইশানের,জবাব দিলেন কাকে- আগরকার নাকি নীতা আম্বানিকে? ১ রানের জন্য রেকর্ড হাতছাড়া, IPL-এর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস গড়ল SRH

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.