বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > অগস্টে রাজ্যে কবে কবে সম্পূর্ণ লকডাউন, দেখে নিন তালিকা

অগস্টে রাজ্যে কবে কবে সম্পূর্ণ লকডাউন, দেখে নিন তালিকা

অগস্টে সাতদিন লকডাউন থাকবে (ছবি সৌজন্য পিটিআই)

কবে কবে রাজ্যে সম্পূর্ণ লকডাউন থাকবে, দেখে নিন সেই তালিকা।

বাংলায় লকডাউনের মেয়াদ বাড়িয়ে আগামী ৩১ অগস্ট পর্যন্ত করল রাজ্য সরকার। তবে রোজ সম্পূর্ণ লকডাউন থাকবে না। প্রতি সপ্তাহে দু'দিন করে কড়া বিধিনিষেধ হবে। সেইমতো আগামী মাসের  সাতদিন পুরোপুরি লকডাউন কার্যকর হবে। কবে কবে সেই কড়া লকডাউন হবে, দেখে নিন সেই তালিকা -

1

মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, অগস্টে প্রতি সপ্তাহে রবিবার করে সম্পূর্ণ লকডাউন হবে। তিন সপ্তাহে শনিবার থাকবে। তবে ইদ, স্বাধীনতা দিবসের কারণে দু'সপ্তাহে শনিবার সম্পূর্ণ লকডাউন হবে না। তার পরিবর্তে আলাদা দিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। যদিও পরে সেই তালিকা সংশোধন করে নয়া তারিখ ঘোষণা করেন। রাতে নবান্নের তরফে আবার সেই তালিকা সংশোধন করা হয়। দেখে নিন নয়া তালিকা।

2

৫ অগস্ট (বুধবার)।

3

৮ অগস্ট (শনিবার)।

4

১৬ অগস্ট (রবিবার)। 

5

১৭ অগস্ট (সোমবার)। 

6

২৩ অগস্ট (রবিবার)। 

7

২৪ অগস্ট (সোমবার)।

8

৩১ অগস্ট (সোমবার)।

বন্ধ করুন