রাস্তার একাংশ দখল করে বানানো মণ্ডপে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ল ট্রাক। তার জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে মণ্ডপটি। বুধবার রাতে হাওড়ার রানিহাটির ঘটনা। সাঁকরাইল থানার পুলিশ ২টি ক্রেন দিয়ে টেনে ট্রাকটিকে মণ্ডপ থেকে বার করে। পুজোর কয়েক দিন আগে এই ঘটনায় কপালে হাত উদ্যোক্তাদের।
আরও পড়ুন - বাঁশদ্রোণীতে জনতার রোষ থেকে পুলিশকে উদ্ধারে এগিয়ে এল তৃণমূল, প্রশ্ন করতেই জবাব, 'আমি BJP'
পড়তে থাকুন - বাঁশদ্রোণীতে বিক্ষোভ, আটক বিজেপি নেত্রী, 'থানায় সারারাত থাকব,' ধর্নায় বসলেন রূপা
রানিহাটিতে ১১৬ নম্বর জাতীয় সড়কের পাশে সার্ভিস লেনের একাংশ দখল করে তৈরি হয়েছে নবঘরা রাজার বাগান ক্লাবের পুজোমণ্ডপ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার রাত ১১টা ৩০ মিনিট নাগাদ সেখানে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে স্টোনচিপস বোঝাই একটি ট্রাক। খবর পেয়ে উদ্যোক্তারা মণ্ডপের কাছে ছুটে আসেন। মণ্ডপের কাজ প্রায় শেষ হয়ে এসেছিল। তারই মধ্যে এই বিপর্যয়ে মাথায় হাত তাঁদের।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাঁকরাইল থানার পুলিশ। ২টি ক্রেন এনে ট্রাকটিকে টেনে মণ্ডপ থেকে বার করেন তাঁরা। গ্রেফতার করা হয় ট্রাকের চালক ও খালাসিকে। আটক করা হয় ট্রাকটি।
আরও পড়ুন - 'সুপ্রিম কোর্ট যেন মনে রাখে……', হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের! ‘চাপ’ দিলেন CBI-কেও
পুজোর এক উদ্যোক্তা জানিয়েছেন, রাতে হঠাৎ খবর পাই মণ্ডপে ট্রাক ঢুকে পড়েছে। আমাদের মণ্ডপ চতুর্থীর দিন উদ্বোধন হওয়ার কথা ছিল। কিন্তু এই অবস্থায় কবে দর্শকদের জন্য মণ্ডপ খুলে দিতে পারব জানি না। বাড়তি লোক লাগিয়ে যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করতে হবে। তবে ট্রাকের গতি কম থাকায় আরও বড় বিপদ এড়ানো গিয়েছে। ট্রাকের চালক ও খালাসির গুরুতর কোনও আঘাত লাগেনি বলে জানা গিয়েছে। কেন ট্রাকটি নিয়ন্ত্রণ হারাল তা জানার চেষ্টা করছে পুলিশ।