বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Baby Recovered: তিনদিনে শিশু চুরির কিনারা করল শিলিগুড়ি পুলিশ, মায়ের কোলে ফিরল হারানো সন্তান

Baby Recovered: তিনদিনে শিশু চুরির কিনারা করল শিলিগুড়ি পুলিশ, মায়ের কোলে ফিরল হারানো সন্তান

মায়ের কোলে ফিরল শিশু।

দীর্ঘ সময় শিশুটির খোঁজ না পাওয়াতে পুলিশের ওপর ক্ষোভ প্রকাশ করতে থাকেন অনেকে। অবশেষে শিশুটি উদ্ধার হওয়াতে খুশি মা–বাবা ও আত্মীয় পরিজনেরা। পুলিশ সূত্রে খবর, চোপড়া থেকে উদ্ধার করা হয়েছে শিশুটিকে। শনিবার বেশি রাতে সেই শিশুকে উদ্ধার করে তার মায়ের হাতে তুলে দিল পুলিশ। ওই শিশুর বয়স তিনদিন। 

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে চুরি যাওয়া শিশুপুত্রকে অবশেষে উদ্ধার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। আর অবশেষে মায়ের কোলে ফিরল শিশু। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রসূতি বিভাগ থেকে চুরি যাওয়া শিশুটি উদ্ধার করে ফিরিয়ে দিলেও শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। এই ঘটনায় এখন এলাকায় খুশির হাওয়া। সন্তানকে ফিরে পেয়ে খুশি তাঁর মা। আজ, রবিবার এই ঘটনা মা ও সন্তানকে মিলিয়ে দিল। আর কাটল তিনদিনের প্রচণ্ড উদ্বিগ্নতা। সন্তান হারিয়ে পাগল হয়ে যাওয়ার অবস্থা হয়েছিল মায়ের।

এদিকে পুলিশ সূত্রে খবর, শনিবার বেশি রাতে চোপড়ার বলরামপুর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। তারপর তাকে শিলিগুড়ি নিয়ে আসা হয়েছে। বাচ্চাটির জন্য এসএনসিইউ’‌এ বেড রেডি রাখা হয়েছিল। শারীরিক পরীক্ষার পরই শিশুটিকে প্রসূতি বিভাগে চিকিৎসাধীন তার মায়ের হাতে তুলে দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। কয়েকদিন আগে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রসূতি বিভাগ থেকে চুরি হয়ে যায় শিশুটি। এরপর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ও পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ নিয়ে আন্দোলনে নেমে পড়ে বিভিন্ন সংগঠন।

অন্যদিকে গত বৃহস্পতিবার উত্তরবঙ্গ মেডিকেলের প্রসূতি বিভাগ থেকে শিশুপুত্র চুরি হয়েছিল বলে উত্তপ্ত হয়ে উঠেছিল শিলিগুড়ির হাসপাতাল চত্বর। তবে অবশেষে তার হদিশ মেলায় খুশি গোটা পরিবার। তবে শিশু চুরির ঘটনায় কর্তৃপক্ষের ভূমিকা ও হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশের সাফল্য একদিকে উঠে এলেও অন্যদিকে হাসপাতালের ব্যর্থতাও উঠে এসেছে। কেন এমন ঘটনা ঘটেছিল?‌ সেটা খতিয়ে দেখা হচ্ছে।

আর কী তথ্য উঠে আসছে?‌ দীর্ঘ সময় শিশুটির খোঁজ না পাওয়াতে পুলিশের ওপর ক্ষোভ প্রকাশ করতে থাকেন অনেকে। অবশেষে শিশুটি উদ্ধার হওয়াতে খুশি মা–বাবা ও আত্মীয় পরিজনেরা। পুলিশ সূত্রে খবর, চোপড়া থেকে উদ্ধার করা হয়েছে শিশুটিকে। শনিবার বেশি রাতে সেই শিশুকে উদ্ধার করে তার মায়ের হাতে তুলে দিল পুলিশ। ওই শিশুর বয়স তিনদিন। শিশুচুরির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম অঞ্জু দাস, রাহুল দাস এবং প্রদীপ দাস। গত বুধবার খড়িবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে শিশুটির জন্ম দেন রঞ্জিতা সিং। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। তারপর বৃহস্পতিবারই চুরি হয়ে যায় সদ্যজাত শিশুটি। চুরির অভিযোগ তোলেন রঞ্জিতার স্বামী নিত্যানন্দ সিং।

বাংলার মুখ খবর

Latest News

পেটের মেদ ঝরান এভাবে! খুব বেশি সমস্যায় পড়তে হবে না CAA-র জন্য যোগ্যতা সার্টিফিকেট কীভাবে পাবেন? রিপোর্টে সামনে এল গুরুত্বপূর্ণ তথ্য ‌দিলীপের বিরুদ্ধে দায়ের হল এফআইআর, মুখ্যমন্ত্রীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণের জের তৃণমূলের মৃতপ্রায় দশা, বললেন লোকসভা ভোটে তৃণমূল প্রার্থী ইঁদুর মারা চলবে না, শব্দ তরঙ্গের মাধ্যমে তাড়ানোর ব্যবস্থা করেছে কলকাতা পুরসভা IPL 2024: RCB-র সেরা রেকর্ড ভেঙে চুরমার, SRH-কে কি বলে শুভেচ্ছা দিল কোহলির দল ‘মির্জা’র হয়ে গলা ফাটাবেন দেব-জিৎ! অঙ্কুশের ছবির ট্রেলার লঞ্চে থাকছেন আর কারা? ভারতের মুকুটে নয়া পালক, প্রথম উড়ানে সফল 'মেড ইন ইন্ডিয়া' মার্ক ১এ যুদ্ধবিমান অঞ্জলি চক্র এবং সুফি মালিক কারা? বিয়ের আগেই কেন বিচ্ছেদ হল তাঁদের ED তার কাজ করছে, আমি আমার কাজ করছি, হাজিরা এড়িয়ে হুঙ্কার মহুয়ার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.