পাড়ারই এর বিবাহিতা মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক থাকার অভিযোগ ছিল যুবকের বিরুদ্ধে। রাত বিরেতেও সেই বৌদির টানে ছুটে যেতেন তিনি। কিন্তু সেই যুবকেরই করুণ পরিণতি হল এবার! মৃত যুবকের নাম সুব্রত হালদার। তার বয়স ২৫ বছর।
বাঁশবাগান থেকে উদ্ধার করা হল সেই যুবকের দেহ। বাঁশবাগানের পাশে একটি পুকুর রয়েছে। তার পাশ থেকে উদ্ধার করা হয়েছে ওই যুবকের দেহ। তবে কীভাবে এই যুবকের মৃত্যু হল তা নিয়ে নানা প্রশ্ন উঠছে। নৈহাটির দোগাছিয়া এলাকার একটি বাঁশবাগানে ওই যুবকের দেহ পড়ে ছিল। গোটা ঘটনায় পরতে পরতে রহস্য দানা বেঁধেছে। কীভাবে তার মৃত্যু হল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
এদিকে ওই যুবকের পরিবারের দাবি, ওই মহিলা ও তার স্বামী মিলে ওই যুবককে খুন করেছে। পরিবার সূত্রে খবর, ওই মহিলা মোমো খাওয়ানোর নাম করে তাকে ডেকে নিয়ে গিয়েছিল। তারপরই এই করুণ পরিণতি। এদিকে পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
কিন্তু প্রশ্ন উঠছে ওই যুবকের কীভাবে মৃত্যু হল? এদিকে এই ঘটনায় মহিলার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। পরিবারের লোকজনের দাবি, ওই মহিলা নানা সময় ওই যুবকের কাছ থেকে টাকাপয়সা নিতেন। কার্যত ওই মহিলার সঙ্গে পরকিয়া সম্পর্ক গড়ে উঠেছিল তার। কিন্তু কিছুতেই তিনি ওই সম্পর্ক থেকে বের হতে পারছিলেন না। তারপরে এই ভয়াবহ পরিণতি। তবে মোমো খেতে গিয়ে কীভাবে তাঁর মৃত্যু হল তা নিয়ে সংশয় রয়েছে। তাকে খুন করা হয়েছে নাকি তিনি আত্মহত্যা করেছেন তা নিয়ে প্রশ্ন উঠছে।