বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ত্রিকোণ প্রেমের পরিণতি! পথের কাঁটা বন্ধুকে সরিয়ে দিল যুবক, গ্রেফতার ২

ত্রিকোণ প্রেমের পরিণতি! পথের কাঁটা বন্ধুকে সরিয়ে দিল যুবক, গ্রেফতার ২

বন্ধুকে খুনের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ( প্রতীকী ছবি)

বারুইপুরে একটি ডোবার মধ্যে থেকে উদ্ধার হয়েছিল ওই যুবকের ক্ষতবিক্ষত দেহ।

কন্যা একজন। কিন্তু তাকে ভালোবাসতে চাইতেন দুজনে। আর তা থেকেই রেষারেষি। কে পাবে ওই কন্যাকে? এদিকে কন্য়া তো একজনকেই পছন্দ করত। আর তাতেই প্রতিবেশী বন্ধুর উপর চরম আক্রোশে প্রতিশোধ নিল এক যুবক। অভিযোগ এমনটাই। পথের কাঁটাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা। আর অভিযোগ, তারই চরম পরিণতিতে বারুইপুরে একটি ডোবার মধ্যে থেকে উদ্ধার হয়েছিল ওই যুবকের ক্ষতবিক্ষত দেহ। মৃতের নাম ইমতিয়াজ শেখ। তবে ত্রিকোণ প্রেমের পরিণতি যে এমন ভয়াবহ হবে তা ভাবতেও পারেননি কেউ। প্রাথমিক তদন্তের পর পুলিশ ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম নুরউদ্দিন লস্কর ও ইমরান মোল্লা। 

এদিকে দিন দুয়েক আগেই দেহটি উদ্ধার হয়েছিল। কিন্তু কেন এভাবে খুন হতে হল ইমতিয়াজকে তা ভেবে পাচ্ছিলেন না পরিবারের লোকজন। এদিকে তদন্তে নেমে পুলিশের হাতে আসে নানা চাঞ্চল্যকর তথ্য। তার জেরেই পুলিশে একাধিক জনকে জেরা করা শুরু করে। শেষ পর্যন্ত পুলিশ পরপর দুজনকে গ্রেফতার করে। প্রথমে নুর উদ্দিনকে গ্রেফতার করেছিল পুলিশ। এরপর তাকে জেরা করে ইমরানের সন্ধান পায় পুলিশ। অভিযোগ ইমরান খুনের ছক কষেছিল। পরিকল্পনা সফল করার জন্য় সে নুরউদ্দিনকে সঙ্গে নেয়। ত্রিকোণ প্রেমের জেরেই খুন করা হয় ইমতিয়াজকে। একেবারে নির্জন বাগানে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে ইমতিয়াজকে। প্রাথমিক তদন্তে এমনটাই জেনেছে পুলিশ। 

 

বন্ধ করুন