বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > প্রেমিকাকে অন্তরঙ্গ মুহূর্তের ছবি দেখিয়ে ব্ল্যাকমেল, মানসিক চাপে আত্মঘাতী ছাত্রী

প্রেমিকাকে অন্তরঙ্গ মুহূর্তের ছবি দেখিয়ে ব্ল্যাকমেল, মানসিক চাপে আত্মঘাতী ছাত্রী

আত্মহত্যার পথ বেছে নিলেন পূর্ব বর্ধমান জেলার কালনার কলেজ ছাত্রী

ওই ছাত্রীর ঝুলন্ত দেহ দেখতে পায় পরিবার। তখন তাঁরা চিৎকার করতে প্রতিবেশীরা জড়ো হয়।

এলাকার এক যুবকের প্রেমে পড়েছিলেন কলেজ ছাত্রী। সেই প্রেম থেকেই অন্তরঙ্গ মুহূর্ত তৈরি হয়। তার পর রঙিন জীবনের স্বপ্ন দেখিয়ে প্রেমিকার সঙ্গে চলে একাধিকবার সহবাস। ঘনিষ্ঠ মুহূর্তের সেইসব ছবি ক্যামরা বন্দি করেছিল প্রেমিক। বেশ কিছুদিন পর এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিল প্রেমিকা। তখন থেকেই ব্ল্যাকমেল শুরু। এমনকী আগ্নেয়াস্ত্র দিয়ে ভয়ও দেখাত প্রেমিক। এই মানসিক চাপ সহ্য করতে না পেরেই আত্মহত্যার পথ বেছে নিলেন পূর্ব বর্ধমান জেলার কালনার এই কলেজ ছাত্রী। পরিবারের পক্ষ থেকে এমনই অভিযোগ করা হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, রবিবার ওই ছাত্রীর ঝুলন্ত দেহ দেখতে পায় পরিবার। তখন তাঁরা চিৎকার করতে প্রতিবেশীরা জড়ো হয়। তড়িঘড়ি ছাত্রীকে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। পরিবারের সদস্যরা জানান, ওই যুবক অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরাল করে দেবে বলে ব্ল্যাকমেল করত। ওই যুবকের একাধিক সম্পর্ক ছিল তাই মেয়ে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিল।

পুলিশ সূত্রে খবর, ওই আত্মঘাতী ছাত্রীর নাম গঙ্গা সেন (১৯)। বাড়ি কালনা থানার শাসপুর পশ্চিমপাড়া এলাকায়। তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রেমিক আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দিত বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। মানসিক চাপেই এই আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান।

ঠিক কী অভিযোগ করেছেন ছাত্রী গঙ্গার বাবা?‌ রবিবার ঘটনাটি ঘটার পর তাঁর বাবা নগেন সেন বলেন, ‘‌দু’বছর ধরে চারাবাগান এলাকার একটি ছেলের সঙ্গে মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। তিন মাস আগে আমার মেয়েকে বাড়িতে এসে শাসিয়ে যায় ছেলেটি। মেয়ের মৃত্যুর জন্য ওই ছেলেটিকে দায়ী। কালনা থানায় গিয়ে অভিযোগ জানিয়েছি।’‌

বন্ধ করুন